Dxn গ্রুপ এর অন্যতম সেয়ার হোল্ডার   ক্রাউন ডায়মন্ড,মোহাম্মদ দেলোয়ার হোছাইন সাহেবকে কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে বিদায় সম্বর্ধনা প্রদান।


rafiq প্রকাশের সময় : মে ৫, ২০১৯, ০৬:৫১ / ২১৫
Dxn গ্রুপ এর অন্যতম সেয়ার হোল্ডার   ক্রাউন ডায়মন্ড,মোহাম্মদ দেলোয়ার হোছাইন সাহেবকে কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে বিদায় সম্বর্ধনা প্রদান।

রফিক চৌধুরী জেদ্দা থেকে

dav

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে,বিদায় হচ্ছে ভিষম কস্ঠের  আর বিদায়ের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট।

শেষ বিদায়ে ডি,এক্স এন,গ্রুপ এর অন্যতম সেয়ার হোল্ডার ক্রাউন ডায়মন্ড,জনাব মোহাম্মদ দেলোয়ার হোছাইন অশ্রুসিক্ত নয়নে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন
একটি দিনের আলোর কি যে অপরুপ মহিমা তা জানতে সুর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না।”ঠিক তেমনি
এখানে দীর্ঘ দিন চলার সাথী হিসেবে
আপনাদের পেয়ে আমি আজ আবেগ আফ্লুত, প্রিয় উপস্থিত ভাইয়েরা আমার ১৪ বছরের এই পথ চলা আপনাদের সাথে অনেক শাসন-বাড়নের মধ্য
দিয়ে যেতে হয়েছে যা সাময়িক
বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ
মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য
কতটা দরকারি ছিলো। এই দীর্ঘ পথ চলতে গিয়ে যদি আমার কোন ভুল ক্রুটি হয়ে থাকলে বা আমার কাছ থেকে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ও দুঃখীত।
আমি চলে যাচ্ছি, কিন্তু আমি রেখে যাচ্ছি আমাকে আপনাদের মাঝে।
আপনারা খুবই ধৈর্য ধরে এগিয়ে যাবেন, অনেকে আপনাদের উপেক্ষা করতে পারে করবে, কিন্তু আপনারা ধৈর্য হারা হবেন না, অফিস থেকে দাওয়াত না পেলেও রাগ বা অভিমান দেখাবেন না
মনে রাখবেন আপনাদের উদ্দেশ্য একটাই ডাভল ডায়মন্ড হয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় নিজ দেশে ফিরে যাওয়া। তাই কেউ কারো প্রতি রাগবিরাগ এর বসবতী হবেন না সৎ থাকবেন কারন সৎ জীবনের বিকল্প নেই। আমি না থাকলেও আমার সাথে আপনাদের সর্বক্ষণ যোগাযোগ থাকবে এবং আমার কাছে কারো কোন দেনা পাওনা ভুলে থেকে থাকে এখানে জুবায়ের ভাই ও নাহিদ পারভেজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন।
যাই হোক, বিদায়ী মুহূর্তে আপনাদের সবসময় মিস করবো, জানি আপনারাও আমাকে মিস করবেন দোয়া করি আপনারাও দোয়া করবেন আমি ও আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ যেন আপনাদের আগামি উজ্জ্বল ভবিষ্যৎ ও
দীর্ঘায়ু কামনা করে।

এ সময় উপস্থিত সবারই চোখে টলমল দীর্ঘদিন এর পথ চলা লিডার কে তারা বিদায় দিতে এসেও যেন দিতে নাহী চাই অনেকের অশ্রু জলে অন্তরে বন্যা ভয়ে যাচ্ছে এক নিরবচ্ছিন্ন এক মনে এক চোখে লিডার এর শেষ পরামর্শ গুলো শোনার জন্য অনেকে তার ব্যাবসা প্রতিশ্ঠান বন্ধ করে অনেকে এসেছেন চাকুরী থেকে দুরদুরান্ত থেকে আসা সকলেরই মন ভারী হয়ে আসলো তাদের প্রিয় মানুষটি চলে যাচ্ছে যতক্ষণ দেখা যাচ্ছিলো ততক্ষণ ইমিগ্রেশন পযর্ন্ত সবাই শুধু থাকিয়েই ছিল এমন ভালবাসা এমন প্রেম শুধু DXN মনে হয় , এর মধ্যে এক ভাই এয়ারপোর্টে এ বিদায় দিয়ে আশার পথে তার আবেগ আপ্লুত হয়ে বলেন এ যেন রিদয়ে রক্ত করন আমার লিডারের জন্য খুবই খারাপ লাগছে। এয়ার পোর্ট যারা
ছিলেন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড আব্দুর রহমান খানঁ, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড নাহিদ পারভেজ।স্টার ডায়মন্ড আমিনুল ইসলাম। স্টার ডায়মন্ড আবুল বাশার মোল্লা,  স্টার রুবি আলাউদ্দীন,স্টার রুবি কাজি মোহাম্মদ দুলাল,স্টার রুবি ফরহাদ মিয়া,স্টার রুবি মোহাম্মদ  জুয়েল স্টার এজেন্ট বোরহান হাওলাদার, স্টার এজেন্ট  মোহাম্মদ জাহানগীর আলম, স্টার এজেন্ট  কামাল হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম,প্রমুখ। এছাড়া এর পুর্বে বাসায় শেষ বিদায় জানাতে আসেন তার দীর্ঘদিন এর অসংখ্য ডিএক্সেন পরিবারের সদস্য
বিডি সংবাদ একাত্তর

ব্রেকিং নিউজ :
Shares