আসন্ন হজ্বের জটিলতা এখনো কাটেনি, হাব সভাপতি সাহদাৎ হোসেন তছলিম।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৪, ০৬:০৮ /
আসন্ন হজ্বের জটিলতা এখনো কাটেনি, হাব সভাপতি সাহদাৎ হোসেন তছলিম।

 

সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন এর সাথে, হাব সভাপতি সাহদাৎ হোসেন তছলিম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
রফিক চৌধুরী জেদ্দা সৌদি আরব
হজ্জ হল মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হাজী সাহেবরা হলেন আল্লাহর মেহমান সেটা মাতায় রেখে পবিত্র হজ্ব সংশ্লিষ্ট  বিভিন্ন জটিলতা কাটিয়ে হাজিদের দূর্ভোগ কমিয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 সৌদি আরব বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন এর সাথে, হজ্জ ব্যাবস্থাপনায় চ্যালেন্জ ও  করনীয় সম্পর্কে “হাব” সভাপতির সাথে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে হাব সভাপতি এম সাহদাৎ হোসেন তছলিম এই সব কথা বলেন।  জেদ্দা থেকে আমাদের সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী জানান।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এর সভাপতি সংক্ষিপ্ত সফরে সৌদি আরব আসলে।
বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন সৌদি আরব এর সাথে হজ্জ ব্যাবস্থাপনায় চ্যালেন্জ ও করনীয় সম্পর্কে “হাব” সভাপতির সাহদাৎ হোসেন তছলিম এর  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রিপোর্টার্স এশোসিশন এর সভাপতি এম ওয়াই আলাউদ্দিন,এর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল এর সঞ্চালনায় শুরতে কুরআন তেলওয়াত করেন সাংবাদিক রফিক চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসাবে
 উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতি বীদ ও কমিনিউটি নেতা মোহাম্মদ ইসমাইল, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশ্রাফ আলিম।
 এ সময়  হজ্জ সংশ্লিষ্ট বিষয় গুলো নিয়ে।
যেমন বাংলাদেশের হাজিদের কোটা পূরণ না হওয়া  অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বারতি খরছ, অতিরিক্ত বিমান ভাড়া, ৫শ বা ১ হাজার মিটার দূরত্বের কথা বলে তার অধিক দূরত্বে বাড়ি ভাড়া, ল্যাগেজ লাপাত্তা,  চিকিৎসা সেবা ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত আর ভোগান্তির কথা তুলে ধরে সাংবাদিকদের  মধ্য থেকে হাব সভাপতির কাছে প্রশ্ন করেন, সাংবাদিক এটি এন প্রতিনিধি  সাজেদুল ইসলাম, গাজি টিভি
প্রতিনিধি সেলিম আহমেদ এস এ টিভি প্রতিনিধি, বাহার উদ্দিন বকুল,   আর টিভি প্রতি নিধি হানিছে সরকার উজ্জ্বল, ডি বি সি প্রতিনিধি এ,আর, নোমান,কিউ টিভি বাংলা প্রতিনিধি রফিক চৌধুরী চ্যানেল এস, প্রতিনিধি নুর আলম ও ব্যাবসায়ী হাসান মুরাদ, এই সময় “হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)
 সভাপতি সাহদাৎ হোসেন তছলিম মনোযোগ সহকারে প্রশ্ন গুলো শোনেন ও  নোট করেন এবং  উত্তরে তিনি জানান, হজ্বের জটিলতা এখনো কাটেনি, এখন  পর্যন্ত আমরা বাড়ী ভাড়া করতে পারিনি, ফ্লাইট সিডিউল এখনো করতে পারিনি তবে আমি আশাবাদী শীগ্রই সবকিছুর সমাধান হবে ইনশাআল্লাহ, আর হজের খরচ এর  বিযষ টি ডলারের সাথে সংশ্লিষ্ট তাই  ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে হজের ব্যায় ও বেড়ে যায়, সোসাল মিডিয়া সব তথ্য সটিক নয় বলে জানান, এবং সৌদি আরবের মক্কা মদিনা যাতায়াত ও মিনা
আরাফাত এর, এ,বি,সি,ডি,প্যাকেজ ক্যাটাগরি হিসাবে সকল দেশের জন্য একই ,
তিনি হাজীদের প্রতি অনুরোধ জানা  হাজি সাহেবরা  যেন কোন মাধ্যমে না এসে সরাসরি এজেন্সি তে এসে এগ্রিমেন্ট করে হজ্জে আসেন, এগ্রিমেন্ট মত যদি কোন এজেন্সি হাজিদের সাথে প্রতারণা করে তাহলে অফিসিয়ালি সংশ্লিষ্ট কতিপয় এজেন্সির বিরুদ্ধে ব্যাবস্তা নিতে সক্ষম হইব, এবং যথাযত ব্যাবস্তা নেওয়ার ও আশ্বাস দেন।
তিনি আরও বলেন আমরাা হাজিদের দুর্ভোগ কমাতে কাজ করছি আগে থেকে অনেকাংশে কমিয়ে আন্তে সক্ষম হয়েছি।  এবং আরও উন্নত  সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয় গুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি তাছাড়া বিমান ভাড়া কমানোর জন্য
থার্ড পর্টি এয়ারলায়ন্স দ্বারা যাত্রী পরিবহন করতে পারলে বিমান ভাড়া কমে আসবে সে বিষয়ে আলোচনা করে সুরহা করার আশ্বাস দেন এবং  লাগেজ যাতে সহজে পাওয়া যায়  সেই জন্য রেডিও সিকুয়েন্স বারকোড স্ক্যানার ডিবাইস ও মক্কা, মদিনা মিনা আরাফাত হাজীদের সেবায় জনবল বাড়ানোর সুপারিশ করবেন বলে জানান, এত ব্যাস্ততার মাঝে  সাংবাদিক সাথে মতবিনিময়ে সময় দেওয়াই তাহাকে রিপোর্টার্স এশোসিশন এর সভাপতি এম ওয়া আলাউদ্দিন ধন্যবাদ জানান হাব সভাপতিকে,
 তিনি পরে সাংবাদিকদের সাথে  নৈশভোজে অংশ নেন।
ব্রেকিং নিউজ :
Shares