সৌদি আরবে ঈদ বুদবার বলে জানিয়েছেন দেশটির চাঁদ দেখা কমিটি।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ২১:৪১ /
সৌদি আরবে ঈদ বুদবার বলে জানিয়েছেন দেশটির চাঁদ দেখা কমিটি।
সৌদি আরবে ঈদ বুদবার বলে জানিয়েছেন দেশটির চাঁদ দেখা কমিটি,
রফিক চৌধুরী জেদ্দা সৌদি আরব
সৌদি আরবের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ।
 আগামী বুদবার ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি  আরববাসী।
সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছেন  বলে জানিয়েছেন এখানকার বিশ্বস্ত সূত্র ” ইন সাইডার হারামাইন “
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ শাওয়াল মাসের চাঁদ দেখতে পায়নি  সুতারং  দেশটির সুপ্রিম কোর্ট আগামী বুদবার  ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
সৌদি আরবের সাথে মিল রেখে
সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও  ঈদুল ফিতর উদযাপন করা হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হয়।
সূত্র জানাই
চাঁদ দেখা কমিটির  পর্যবেক্ষণগুলি সুদাইর এবং তুমাইরে সর্বাধিক জনপ্রিয় এবং এই দুটি শহরের ফলাফলগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয় কারণ সুপ্রিম কোর্ট এই দুটির সিদ্ধান্ত চূড়ান্ত করে
তারা আজ সোমবার কোথাও চাদঁ দেখতে পায়নি  যার কারণে  সৌদি আরবে বুদবার ঈদুল ফিতরের ঘোষণা দেন।
ব্রেকিং নিউজ :
Shares