সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দিনে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন, বি এন পি, আহমেদ আলি মুকিব।


rafiq প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২২, ১০:০৬ / ২৯৮
সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দিনে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন, বি এন পি, আহমেদ আলি মুকিব।

সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী ঃ দেশেও জনগণের প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ১৯৭৮ সালে এই দিনে স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণের অকুন্ট্য ভালবাসা আর সমর্থন নিয়ে ১৯ দপা কর্মসূচি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য বাংলাার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান উক্ত দল গঠন করেন। জেদ্দা মহানগর আয়োজিত ৪৪ তম প্রতিশ্ঠা বার্ষিকীর প্রধান অতিথির বক্তব্যে বি এন পির আন্তর্জাতিক সম্পাদক ও সৌদি আরব বি এন পির আহ্বায়ক আহমেদ আলি মুকিব এই সব কথা বলেন।
সি আই পি কেফায়েত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সফিক আহমেদ ও নুরুল আফসার এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অন্চল বি এন পির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পশ্চিম অঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান। সৌদি আরব বিএনপির যূগ্ন
আহ্বায়ক মঈন চৌধুরী, সেচ্চাসেবক দল সভাপতি এরশাদ আহমেদ, জাসাস সভাপতি রফিক চৌধুরী, ওলামা দল সভাপতি মৌলানা আসহাব উদ্দিন, বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার নুরুল আমিন, বেলায়েত হোসেন, ডাঃ এনাম খানঁ
শেখ মোস্তাক আহমেদ,ফরহাদ হোসেন রুমি সহ আর অনেকে, এছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব বি এন পি, যুবদল সেচ্চাসেবক জাসাস শ্রমিক দল ওলামা দলের নেতা কর্মীরা,। অত্যান্ত ঝাঁক জমক ও আনন্দগন মুহ মুহ করতালি মিছিল আর শ্লোগানে মুখরিত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের শেষাংশে ৪৪ তম কেক কাটার মধ্যে দিয়ে অনুশ্ঠা সমাপ্ত হয়। শুরুতে ছিল পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত ও দলীয় সংগীত দিয়ে শুরু হয় উক্ত অনুষ্ঠান।

ব্রেকিং নিউজ :
Shares