এস,এ,নুর স্কুল রোড পরিদর্শনে- জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবু দেবব্রত দাশ।


rafiq প্রকাশের সময় : জুন ১২, ২০২১, ১০:২৯ / ৩৭৩
এস,এ,নুর স্কুল রোড পরিদর্শনে- জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবু দেবব্রত দাশ।

এস,এ,নুর স্কুল রোড পরিদর্শনে- জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবু দেবব্রত দাশ।

মহিউদ্দিন বিশেষ সংবাদ দাতা বিডি সংবাদ ৭১.  পটিয়া জিরি ইউনিয়নের সবচেয়ে ব্যস্ত ও জনবহুল সড়ক টি দীর্ঘদিন অযত্নে অবহেলায় জর্জরিত,

অথচ এই সড়কে অবস্থিত জিরি ইউনিয়ন পরিষদ,জিরি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স ও পটিয়ার সবচেয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের এই বিদ্যালয়টিতে প্রতিদিন ২০০০ ছাত্র-ছাত্রী যাতায়াত করে) অথচ তিন তিনবারের চেয়ারম্যান আবুল কালাম ( ভোলা) এই সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়মিত  যাতায়াত করে,

কিন্তু দুঃখের বিষয় তার নোংরা মন মানসিকতা ও দূর্নীতির কারণে এই সড়কটি  তিন তিন বারের চেয়ারম্যান হওয়ার পর থেকে ফিরে ও তাকাইনি।

এমতাবস্থায়  কিছু দিন পূর্বে পটিয়া থেকে বার বার নির্বাচিত সংসদ মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি মহোদয় এই সড়ক দিয়ে কৈয়গ্রাম ব্রীজের কাজ পরিদর্শন করতে গিয়ে এই সড়কটি এমপি মহোদয়ের এমন বেহাল অবস্থার  নজরে পড়ে,। সাথে সাথে জেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান বাবু দেবব্রত দাশ কে জরুরি বৃত্তিতে এই সড়কটি RCC দ্বারা সংস্কার করতে বলা হয়েছে, (যেই কথা সেই কাজ)
আজ জেলা পরিষদের প্যানেল  চেয়ারম্যান ও জিরি গ্রামের কৃতি সন্তান বাবু দেবব্রত দাশ এই সড়কের কাজ পরিশর্দনে আসেন।এসময়
উপস্থিত ছিলেন  জিরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আজিমুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান টিপু ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্ধ,

ব্রেকিং নিউজ :
Shares