করোনা জনিত বিধনিষেধ এর সময়সীমা ৭ইমার্চ পর বৃদ্ধি করা হবেনা বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


rafiq প্রকাশের সময় : মার্চ ৬, ২০২১, ০৫:১৯ / ৩৭০
করোনা জনিত বিধনিষেধ এর সময়সীমা ৭ইমার্চ পর বৃদ্ধি করা হবেনা বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সার্বাবিক নিয়মে ফিরবে ৭ইমার্চ ২০২১,পর বৃদ্ধি করা হবেনা,জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রফিক চৌধুরী  বিডি সংবাদ৭১- গত চার ফেব্রুয়ারি হতে একমাস ধরে চলমান করোনাজনিত বিধনিষেধ এর সময়সীমা ৭ইমার্চ ২০২১ হতে আর বৃদ্ধি করা হবেনা বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিপূর্বে গত চার ফেব্রুয়ারি হতে দুই দফায় সকল প্রকার গণজমায়েত হয় এমন সব বিনোদন প্রোগ্রাম, রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল
নতুন এই ঘোষণার ফলে আগামী রবিবার থেকে সিনেমা হল, খেলাধুলা – বিনোদন স্পষ্ট, রেস্টুরেন্ট সমূহে সরাসরি কাস্টমারকে সার্ভ করার ক্ষেত্রে আর কোন বাধা রইল না।
এই ক্ষেত্রে অবশ্যই ও করোনা সতর্কতার নিয়ম সমূহ কঠোরভাবে মেনে চলতে হবে
নিয়ম ভঙ্গ করলে পূর্বের ন্যায় দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।
তবে ইস্তেরাহা, কমিউনিটি সেন্টারে যেকোন ধরণের বিবাহ , কোম্পানির এজি এম মিটিং বড় ধরণের অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়াও যেকোন সামাজিক প্রোগ্রামে বিশ জনের অধিক সমাগম করা যাবে না, দেশটিতে গত কাল করোনা আক্রান্ত সংখ্যা ছিল ৩৮৪ ৷সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০৯ আর মৃত্যু বরণ করেছে ৫ জন

ব্রেকিং নিউজ :
Shares