২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০১৯, ০৬:২৯ / ২৭৩
২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

রফিক চৌধুরী  সৌদি আরব  বাংলাদেশ-সৌদিআরবের সাথে হজ চুক্তির পরবর্তী সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে মক্কার বাংলাদেশ হজ মিশনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন,২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ১০ হাজার হাজি বৃদ্ধি করেছে সৌদি আরব। এজেন্সিপ্রতি সর্বনিম্ন হাজির সংখ্যা ১০০ জন। এছাড়াও হজ এজেন্সির জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন (IATA) লাইসেন্স থাকার বিষয়টি শিথিল করা হয়েছে। হজযাত্রীর কোটা বাড়ানো, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করা এবং হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হাজিদের ইমিগ্রেশন সহজ করা, হাজিদের ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফেরার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এসময় মক্কার হজ কাউন্সিলর মোঃ মাকসুদুর রহমান সহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রেকিং নিউজ :
Shares