সৌদি আরব বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল কে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৯, ০৬:৫৭ / ২৪০
সৌদি আরব বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল কে সামনে রেখে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

রফিক চৌধুরী জেদ্দা থেকে।
বৃহত্তর চট্টগ্রাম সমিতি
কতৃক পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিলের কর্মসূচি কে সামনে রেখে সংগঠনএর নীতিনির্ধারণী ও সদস্যদের
নিয়ে জেদ্দায় হোটেল “সিজন”এ এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।—

fbt

নৈসর্গিক সৌন্দর্য আর এলোমেলো সবুজ শামল পাহাড়ে গেরা চট্টগ্রাম বাংলাদেশের অর্থনিতির চালিকাশক্তি বন্দরনগরী চট্টগ্রাম।সে চট্টগ্রাম এর সুনাম ধন্য সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগ এ মতবিনিময় সভার সভায়
ভারপ্রাপ্ত সভাপতি জনাব মঈন চোধুরীর সভাপতিত্বে ও এম,এ,সালাম এর সন্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ীও সমাজ সেবক জনাব আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব সাহেব, আগামী ইফতার মাহফিল এর আহব্বায়ক জনাব কামাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, খ,ম, জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান সহ অন্যান্যরা। প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন জনাব আব্দুল কাদের।
শুরুতে বৃহত্তর চট্টগ্রাম সমিতির বিগত দিনের নানান কর্মতৎপরতা গুলো তুলে ধরে বক্তব্য রাখেন নীতিনির্ধারণী কমিটির সদস্য জনাব কামাল, ইসমাইল হোসেন, মামুনুর রহমান, মোহাম্মদ দেলোয়ার,
বিশেষ অতিথির বক্তব্যে

fbt

প্রধান উপদেষ্টা জনাব আলহাজ্ব আইয়ুব সাহেব,বলেন। আমরা বিগত দিনগুলোতে যেভাবে চট্টগ্রাম সমিতির মাধ্যমে যে সকল সেবা মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্চিলাম তা আগামীতেও অভ্যাহত থাকবে ইনশাআল্লাহ,। সভাপতির বক্তব্যে জনাব মঈন চোধুরী জানান আমরা ইতি মধ্যে নীতিনির্ধারণী কমিটির সদস্য বসে ইফতার মাহফিলকে সামনে রেখে আংশিক প্রস্তুতি সম্পন্ন করেছি, এবং আরও অনেক প্রস্তুতি রয়ে গেছে সে জন্য আপনাদের নিয়ে আজকের এই মত বিনিময় সভা আপনাদের মতামত ও সহযোগিতা একান্তই প্রয়োজন, আপনাদের শতশপূ্র্ত ভূমিকা এই সংগঠন কে সামনে এগিয়ে নিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

এ সময় আর ও বক্তব্য রাখেন ইমন ইসমাঈল,আজিজ( বাবলু) নুর মোহাম্মদ নুর্, মামুন গোল্ডেন, নজরুল ইসলাম,
খালেদ সাইফুদ্দিন,রফিক চৌধুরী। সহ আরও অনেকে।
উক্ত আলোচনা সভায় বক্তৃারা বলেন চট্টগ্রাম সমিতি আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ্য আর ও শক্তি শালী,এবং আগামীতে ও তা অব্যাহত থাকবে এবং
তার পরিদি আরও বেগবান হবে বলে বক্তৃারা আশা প্রকাশ করেন। এবং সে সাথে নতুন করে সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আগামি ১২ই রমাদান রোজ সনিবার এলিট কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের দিন তারিখ ধার্য করা হয় উক্ত মত বিনিময় সভায় আর ও যারা উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইদ্রিস, মোহাব্বত আলী চৌধুরী (সেলিম)মামুনুল হক,আতাউর রহমান মাসুদ, আহম্মেদ রহিম চৌধুরী, নাঈম উদ্দিন,সাজ্জাদ আলম,মোহাম্মদ মহিউদ্দিন, মুঃ ফোরকান চৌধুরী, নজরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ বেলাল,উল্লাহ, মুনির আহমেদ, মোহাম্মদ এহাসান,নজরুল, ইসলাম, সওকত ইকবাল, চৌধুরী, আহম্মদ মিজান,খালেদ সাইফুদ্দিন, এম,এ,হাসেম,জাবেদ হোসেন,প্রিন্স প্রমুখ,
পরিশেষে নৈশভোজের আয়োজন করা হয়।

ব্রেকিং নিউজ :
Shares