“অহংকার” প্রকাশে এক যোগে কাজ করার আহবান–সৌদিআরব বিএন,পি,র প্রধান উপদেষ্টা আলহাজ্জ্ব আব্দুরহমান।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০১৯, ০৬:৩৫ / ১৯৯
“অহংকার” প্রকাশে এক যোগে কাজ করার আহবান–সৌদিআরব বিএন,পি,র প্রধান উপদেষ্টা আলহাজ্জ্ব আব্দুরহমান।

জেদ্দা থেকে রফিক চৌধুরী —

    সৌদিআরব বি,এন,পি,র উদ্যোগে “সমসাময়িক বিষয় নিয়ে সংকলন”অহংকার”প্রকাশ উপলক্ষে আজ বাদ জুমা জেদ্দার কেন্দ্রীয় কার্যলয়ে  ওয়ার্কিং কমিটি আয়োজিত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।    সংকলন অহংকারের প্রধান পৃষ্ঠপোষক  জনাব এম,এ,মান্নান ,এর সভাপতিত্বে ও শাহ আলম মোরশেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বি,এন,পি,র প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয়  নির্বাহী  কমিটির সদস্য জনাব আলহাজ্জ্ব আব্দুরহমান সাহেব। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সৌদিআরব বি,এন,পি,র সাধারন সম্পাদক জনাব  মনিরুজ্জামান তপন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  “অহংকার”এর প্রধান সম্পাদক  জনাব ইন্জিনিয়ার নুরুল আমিন   সাংগঠনিক সম্পাদক  মঈন চৌধুরী, জেদ্দা মহানগর বি,এন,পি,র  সদস্য সচিব জনাব মোহাম্মদ আমী, শ্রমিক দলের সভাপতি জনাব শাহ আলম, এম,এ,সায়েদ ও  ইলিয়াস বিন রসিদ,          সভাপতির বক্তব্যে  এম,এ, মান্নান বলেন এটা   একটি সংকলন হোক যেটি ভবিষ্যত প্রজর্ম যেন এটি থেকে তারা সঠিক ইতিহাস  জানতে পারে ।এবং এটি যেন শিক্ষনিয় একটি গ্রন্তে পরিনত হয়,।
rbt

প্রধান অতিথি বক্তব্যে সৌদিআরব বি,এন,পির প্রধানউপদেষ্টা  জনাব আলহাজ্জ্ব আব্দুরহমান  সাহেব বলেন     “অহংকার” প্রকাশে সবাই কে   এক যোগে কাজ করতে হবে,তিনি ইন্জিিনিয়া নুরুল আমিন এর ভূয়সী প্রশংসা করে  বলেন,আমার  বিশ্বাস এটি ইন্জিনিয়ার নুরুল আমিন সাহেব   একাই করতে পারে ,কিন্তু আমরা চাই সবার সহ যোগিতা আর  প্রানঁবন্ত প্রচেষ্টায় এটি আরও বস্তুু নিষ্ঠ তথ্য সম্বলিত একটি ঐতিহাসিক  ডকুমেন্টারি হয়ে থাকবে  সৌদিআরব বি,এন,পি,থেকে প্রকাশীত সংকলন, “অহংকার” যেখানে উঠে আসবে সমসাময়িক সামাজিক,রাজনৈতিক সাংস্কৃতিক বিষয়, তাই এটা নিয়ে সবাইকে কাজ করতে হবে এবং সে সাথে তিনি এবার বিশালা ভাবে ২৬ শে মার্চ ও অহংকারএর পলক উম্মেচন একই সাথে করার আশা প্রকাশ করেন ।

প্রধান বক্তা ও সৌদিআরব বিএন,পি,র সাধারণসম্পাদ, জনাব মনিরউজ্জামান  তপন  বলেন,আমরা সৌদিআরব বি  এন,পি,নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী ২৬শে মার্চ ও সৌদিআরব বি এন,পি,র পক্ষ একটি সংকলন প্রকাশ করবো এবং তার জন্য আমরা একটা কমিটি ও   করে দিয়েছি , যাদেরকে দিয়ে এমন একটি সংকলনের সার্বিক সহযোগিতা যারা করতে পারবে তাদেরকে দিয়েই একটি উপ কমিটি করে দিয়েছি যাতে করে এই টিম কাজ করতে পারে , এবং তিনি টিম এর নাম ঘোষনা করে বলেন,এটা সংকলনের কাজে বেগবান করতে সহায়ক ভূমিকাপালনকরবে সাথে সাথে তিনি জেদ্দা মহানগর ও অঞ্চল কমিটির  সকলকে সহযোগিতা করার  আহবান জানান।।

বিশেষ অতিথি ও অহংকারএর সম্পাদক জনাব ইন্জিনিয়ার নুরুল আমিন সাহেব বলেন, আমাদের হাতে সময় খুবই কম সুতারাং কালবিলম্ব না করে যাকে যে দায়ীত্ব দেওয়া হয়েছে তা যেন সবাই সততা এবং দ্রুততার সহিত পালন করেন। বিশেষ করে লেখা, ও সৌদিআরব , এন,পির সদস্য বৃন্দদের  নাম ও ছবি সংগ্রহের  সাথে সাথে এড এর জন্য ও মারকেটিং করার আহবান জানান,, আজকের সভায় আর,ও যারা উপস্থিত ছিলেন ,ঠিপু সুলতান, শেখ মোস্তাকআহম্মদ,আমিনুল ইসলাম——-আলাউদ্দি, ctg, জাহাঙ্গীর সরকার, সাজ্জাদ হোসেন, ,রফিক চৌধুরী, শামসল হক( ছাদ,) আল,মামুন শিপন,আহমদ রহিম চৌধুরী,—মুকবুল হোসেন মৃধা, ফরহাদ হোসেন রুমি,  মনির উজ্জামান উজ্জ্ব, প্রমুখ।

              —  নিউজটি সেয়ার করুন প্লিজ—-

 

ব্রেকিং নিউজ :
Shares