আজ নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০১৮, ২১:২১ / ২৩৮
আজ  নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজেস্ব সংবাদ দাতা ঢাকা  ১২/১২/২০১৮ সর্বাত্মক ভোটযুদ্ধে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোটালীপাড়ায় জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে তিনি ভোট চাইবেন। নির্বাচন সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিবেন শেখ হাসিনা। পর্যায়ক্রমে আট বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি ৫ নম্বরে নিজের বাড়ি ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। তিনি আগামী শুক্রবার থেকে সুধাসদনে নিয়মিত বসবেন। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্, নীতিনির্ধারণী বৈঠকও করবেন। দলীয় একটি  এ তথ্য নিশ্চিত করেছে ।আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল ৮টায় গণভবন থেকে রওনা হয়ে সড়ক পথে মুন্সিগঞ্জ হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এরপর টুঙ্গিপাড়া এবং বিকাল ৩টায় কোটালীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। রাতে শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ি রাস্তার মোড় (রাজবাড়ি জেলা), পাটুরিয়া ঘাট (আরোয়া ইউনিয়ন), মানিকগঞ্জ পৌরসভার বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করবেন। জানা গেছে, এবার প্রতিটি বিভাগেই শেখ হাসিনার নির্বাচনী জনসভা রয়েছে। সবমিলিয়ে তার নির্বাচনী সমাবেশ-জনসভা হবে প্রায় ৩০টি। প্রতিটি বিভাগের পাশাপাশি জেলাগুলোর মধ্যে রয়েছে, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, নাটোর, ফেনী, চট্টগ্রাম, জয়পুরহাট, বগুড়া, নড়াইল, যশোর, বাগেরহাটসহ কয়েকটি জেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা হবে।

  1. আজ বুধবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। অনুষ্ঠানে দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ব্রেকিং নিউজ :
Shares