দেশের জন্য সৌদি প্রবাসীদের অবদান অপরিসীম,এফ,এম,বোরহান উদ্দিন,কনসুলেট জেনারেল জেদ্দা,


rafiq প্রকাশের সময় : মে ১৯, ২০১৯, ০৮:৪৫ / ১৯৭
দেশের জন্য সৌদি প্রবাসীদের অবদান অপরিসীম,এফ,এম,বোরহান উদ্দিন,কনসুলেট জেনারেল জেদ্দা,
ওয়েলফেয়ার কনসুল,জনাব মোকাম্মেল হোসাইন ও অন্যান্য কনসুলেট এর কর্মকর্তা গন,এবং সে সাথে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা জনাব আইয়ূব সাহেব, আহব্বায়ক জনাব কামাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার, খ,ম, জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন , ইসমাইল, মিয়া মোহাম্মদ তারেক।

,ইলিয়াস সাহেব মোহাম্মদ ফারুক সহ আর অনেকে,

প্রধান অতিথির বক্তব্যে কনসুলেট জেনারেল জনাব এফ এম বোরহান উদ্দিন সাহেব প্রবাসীদের উদ্দেশ্যে বলেন সারা পৃথিবীর চেয়ে বেশি রেমিট্যান্স পাটান আপনারা সৌদি প্রবাসীরা তাই দেশের জন্য আপনাদের অবদান অপরিসীম, আত্ব সুদ্ধি ও ত্যাগের মাস হলো রমদান মাস তাই আসুন আমরা নিজেদেরকে সুদ্ধ মানুষ হিসাবে গড়ে তুলি। তিনি প্রবাসিদের উদ্দেশ্য করে বলেন আপনাদের আমরা সেবা দিতে সবসময় প্রস্তুত এবং আশা করি আপনারা সেসেবা গ্রহণ করবেন।এবং সে সাথে তিনি প্রবাসী কমিউনিটিদের দৃশ্টি আকর্ষণ করে বলেন আগামি হজ্বে অন্যান্য দেশের ন্যায় আমরাও হাজিদের সেবা দেওয়ার জন্যে একহাজার সেচ্ছাসেবী দিব তার অর্ধেকই আমরা জেদ্দা থেকে নিতে চাই তাই আপনাদের সকল কমিউনিটি থেকে উল্লেখ যোগ্য সেচ্ছাসেবীর লিস্ট দেওয়ার জন্য আহবান জানাচ্ছি, তিনি বলেন আমি অনলাইন ফেইসবুক পর্যবেক্ষণ করে থাকি আমি গত ছয়মাসে অনলাইনে অনেকে আগে যেরকম কারো বিরুদ্ধে যে পরিমান আজেবাজে লেখা বা পোস্ট দিতেন এখন অনেকটা নাই বললেই চলে তিনি বলেন কারো বিরুদ্ধে কোন অবিযোগ থাকলে ফেইসবুকে না লিখে সারাসরি তাকে গিয়ে বলে সমাধান করবেন। সভাপতির বক্তব্যে উক্ত মাহফিলের সভাপতি জনাব মঈন চোধুরী বলেন আমরা চট্টগ্রাম বাসীর পক্ষ থেকে সবাইকে এই পবিত্র মাহে রমাদান এর শুভেচ্ছা, তিনি বলেন আপনারা দুর দূরান্ত থেকে কস্ট করে আমাদের অনুশ্টানে এসে সময় দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ, এবং সে সাথে আজকের এই ইফতার মাহফিল সফল করার জন্য আমার সমিতির যে সকল ভাইয়েরা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এবং উক্ত অনুষ্টান এ আরও যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতি বিদ আলহাজ্ব আব্দুরহমান, সাহেব, আহম্মেদ আলি মুকিব সাহেব, মনিরুজ্জামান তপন, সি,আই পি কেফায়েত উল্লাহ চৌধুরী, মোহাম্মাদ শাহআলম, মোহাম্মদ শাহজাহান, ইন্জিনিয়ার আশ্রাফ,ইন্জিনিয়ার আক্কাস,  বি,, জনাব  ওমর ফারুক,চেয়াাারম্যা ইংলিশমিডিয়া স্কুল & কলেজ, দেলোয়ার সরকার,শরিফ মোহাম্মদ হারুন, ইলিয়াস বিন রশিদ, জসিম উদ্দিন, মুফিজুল আলম,নজরুল তালুকদার,সহ অসংখ্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,
প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন জনাব আব্দুল কাদের। বৃহত্তর চট্টগ্রাম সমিতির আর ও যারা উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইলিয়াস, রফিক চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, মোহাব্বত আলী চৌধুরী (সেলিম)মামুনুল হক,আতাউর রহমান মাসুদ, আহম্মেদ রহিম চৌধুরী, নাঈম উদ্দিন,সাজ্জাদ আলম,মোহাম্মদ মহিউদ্দিন, মুঃ ফোরকান চৌধুরী, নজরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ বেলাল,উল্লাহ, মুনির আহমেদ, মোহাম্মদ এহাসান,নজরুল, ইসলাম, সওকত ইকবাল, চৌধুরী, আহম্মদ মিজান,খালেদ সাইফুদ্দিন, এম,এ,হাসেম,জাবেদ হোসেন,প্রিন্স সহ সমিতির অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ
পরিশেষে নৈশভোজের আয়োজন করা হয়।

ব্রেকিং নিউজ :
Shares