টঙ্গীতে কথিত সাংবাদিক পরিচয়ে -যৌন হয়রানির শিকার ডাঃ সৈয়দা তানজিনা আফরিন।


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০১৯, ০০:৪২ / ৩২০
টঙ্গীতে কথিত সাংবাদিক পরিচয়ে -যৌন হয়রানির শিকার ডাঃ সৈয়দা তানজিনা আফরিন।

স্টাফ রিপোর্টার শামিম আহমেদ    টঙ্গীতে কথিত সাংবাদিক পরিচয়ে -যৌন হয়রানির শিকার ডাঃ সৈয়দা তানজিনা আফরিন।

টঙ্গী সরকারি হাসপাতালের এক নারী চিকিৎসককে যৌন হয়রানীর অভিযোগে কথিত দুই সাংবাদিক মহিন উদ্দিন রিপন (৪৫) ও আব্দুল আলীমের (৩০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: সৈয়দা তানজিনা আফরিন বাদী হয়ে গত শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা (নং-৫৬/৯২৩) দায়ের করেন।
মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, ডা: সৈয়দা তানজিনা আফরিন গত এক বছর যাবত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এলাকার অত্যন্ত খারাপ ও নিকৃষ্ট প্রকৃতির লোক কথিত সাংবাদিক পরিচয়দানকারী মহিন উদ্দিন রিপন হাসপাতালে ডিউটিরত অবস্থায় প্রায় সময়ই অপ্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে তার সাথে খোশগল্পের ছলে সরকারি কাজে ব্যাঘাত ঘটাতো। ইতোপূর্বেও ওই নারী চিকিৎসক রিপনকে মৌখিকভাবে অনেকবার এসব কর্মকান্ড না করার জন্য অনুরোধ জানালেও সে হাসপাতালে এসে বিরক্ত করতে থাকে। একপর্যায়ে গত ২০ ডিসেম্বর শুক্রবার সকালে হাসপাতালে ডিউটিরত অবস্থায় কক্ষের সামনে দাড়িয়ে থাকলে মহিন উদ্দিন রিপন অপর কথিত সাংবাদিক আব্দুল আলীমকে সাথে নিয়ে এসে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার ডান হাত ধরে তাদের দিকে টান দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তার কক্ষে গিয়ে দরজা আটকিয়ে দেন এবং ডাকচিৎকার শুরু করেন। এসময় হাসপাতালের কর্মীরা ছুটে এলে মহিন উদ্দিন রিপন ও আব্দুল আলীম পালিয়ে যায়। পরে গত শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী)/০৩) এর ১০/৩০ ধারায় মামলাটি দায়ের করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, থানায় মামলা হয়েছে।
##
২২/১২/২০১৯

ব্রেকিং নিউজ :
Shares