জেদ্দায় শহিদুল ইসলাম নান্নু”র দ্বিতীয় জানেজা শেষে দাপন সম্পন্ন।


rafiq প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০১৯, ০০:৫৫ / ২৭০
জেদ্দায় শহিদুল ইসলাম নান্নু”র দ্বিতীয় জানেজা শেষে দাপন সম্পন্ন।

রফিক চৌধুরী জেদ্দা থেকে  সৌদি আরব বি এন পি র সাবেক সাধারণ সম্পাদক ও
বিশিষ্ট সমাজ সেবক  রাজনীতি বিদ জনাব শহিদুল ইসলাম নান্নু,র দ্বিতীয়  জানেজা শেষে  তাহার দাপন সম্পন্ন করা হইয়াছে,
তার পুর্বে প্রথম জানেজা অনুষ্ঠিত হয় জেদ্দা আল নজলা মসজিদ এ কাওসার এ এর পর নিয়ে যাওয়া হয়  দাপনের জন্য
“মাকবারা বনীমালিক” অর্থাৎ “বনীমালিক কবর স্তান “এ -সেখানে দ্বিতীয় জানেজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানেজায় সৌদি আরব বি এন পি  ও সকল সহযোগী এবং অংগসংগঠন এর  সকল পর্যায়ের নেতা কর্মী  উপস্থিত ছিলেন।
এর পুর্বে মরহুম এর জানেজা ও দাপনের সকল অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করেন  সৌদি আরব কেন্দ্রীয়  বি এন পি র উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব  আলহাজ্ব আব্দুরহমান, ও সৌদি আরব কেন্দ্রীয় বি এন পির সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য  জনাব আহমদ আলি মুকিব সহ কেন্দীয়
নেতৃবৃন্দ।
মসজিদ কাউসার এ প্রথম জানেজা দেওয়ার পর নিয়ে যাওয়া হয় দাপন এর জন্য “মাকবারা বনীমালিক” এ সেখানে তার, গাড়ীবহরের সাথে ছুটে যান দীর্ঘ দিন এর রাজনৈতিক
সহ কর্মী জনাব আহমদ আলি মুকিব ও আলহাজ্ব আব্দুরহমান  সহ সর্বস্তরের নেতা কর্মীরা,সেখানেও  ভীড় জমান তাদের দীর্ঘ দিনের সহ যোদ্ধা  মরহুম শহিদুল ইসলাম নান্নু কে শেষ বিদায় টুকু জানাতে সেখানে এক রিদয় বিদারক গঠনার অবতারণা হয়। সবাই কান্নায় ভেঙ্গে পড়েন।
দাপনের আগমুহূর্তে তার ছেলে সকলের কাছে বাবার জন্য ক্ষমা প্রার্থনা করে সবাইকে দোয়ার অনুরোধ জানান। দাপন শেষে মোনাজাত পরিচালনা করেন, সৌদি আরব কেন্দ্রীয় বি,এন,পির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য   জনাব আহমদ আলি মুকিব,
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ৷ তার রুহের আত্মার  মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এবং তার তনয়কে সবাই  শান্তনা দেন।
এর আগে সৌদি আরব কেন্দ্রীয় বি এন পি র , এক শোক বার্তায় উনার রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর  সমবেদনা জানান,
তিনি গত২৩শে অক্টোবর সন্ধা ৭ টায়  হৃদ রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের জেদ্দা’য় তার নিজ বাসায় ইন্তেকাল করেন তার  মৃত্যু কালিন  বয়স হয়েছিল আনুমানিক  (৬০)
শহিদুল ইসলাম নান্নু’র বাড়ি ফরিদপুর জেলার ভাঙা থানার মনসুরাবাদ গ্রামে,তার বাবার নাম আবদুল হালিম।
)তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে সৌদি আরবের জেদ্দা’য় ব্যবসা করতেন,এবং  তিনি ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএন পি’র সাবেক সাধারন সম্পাদক। তার একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী বাংলাদেশ ইন্টান্যাশন্যাল স্কুল &কলেজ এ শিক্ষকতায় কর্মরত আছেন।
সৌদিআরব কেন্দ্রীয় নেতৃবৃন্দ  জানান  তার মৃত্যুতে সৌদি আরব বি এন পি র সাংগঠনিক ভাবে যে শূন্যতা  তাহা পূরণ হবার নয়,শহিদুল ইসলাম নান্নু ছিলেন গনতন্ত্রের একজন নির্বিক সৈনিক এবং সৌদি আরব বি,এন,পিতে উনার ভূমিকা অগ্রগামী,তার মৃত্যুর খবর শোনে সৌদি আরব এর প্রত্যেক প্রদেশিক নেতা কর্মীরা দূর দুরান্ত থেকে ছুটে আসেন সহ যোদ্ধা কে শেষ বিদায় জানাতে। সে সাথে উপস্থিত ছিলেন জেদ্দা আওয়ামী পরিবার জাতীয় পার্টি  হেফাজতে ইসলাম,সহ ২০ দলীয় জোট, নেতৃবৃন্দ সহ জেদ্দার সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি ও ভিবিন্ন কমিনিউটির নেতৃবৃন্দ  তার মৃত্যুতে সৌদি আরব বি এন পি র নেতা কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।সূত্র  বিডি সংবাদ একাত্তর,

ব্রেকিং নিউজ :
Shares