রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক দুই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে।


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০১৯, ২২:১১ / ২৬১
রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক দুই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে।

বিশেষ সংবাদ দাতা —————————– রাজধানীর মগবাজারে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক দুই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী জানায়, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাক চালক অনেক চেষ্টা চালিয়েও যানটি সচল করতে পারেননি। এরই মধ্যে চলে আসে ট্রেন। চালক দ্রুত রেললাইনের ওপর ট্রাকটি রেখে নেমে পড়েন। কিছু সময় পরে সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে আসে। এর পরপরই কমলাপুর থেকে জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। মামলা হবে কীনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, রেল কর্তৃপক্ষ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

ব্রেকিং নিউজ :
Shares