বর্তমান টেকনোলজির যূগে মোকাবেলা করার জন্য–আধুনিক ও দ্বীনি শিক্ষার বিকল্প নাই, “আল- কুরআন একাডেমির” বার্ষিক অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী অনুশ্ঠানে। -শাইখ শামসুদ্দীন জিয়া


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০১৮, ১৯:০০ / ৩১৮
বর্তমান টেকনোলজির যূগে মোকাবেলা করার জন্য–আধুনিক ও দ্বীনি  শিক্ষার বিকল্প নাই, “আল- কুরআন একাডেমির” বার্ষিক অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী অনুশ্ঠানে। -শাইখ শামসুদ্দীন জিয়া

রফিক চৌধুরী ঃঃ——————– ঐতিহ্যবাহী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান      “আল- কুরআন একাডেমি জিরি” কতৃক আয়োজিত ছাত্র/ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ।অনুষ্ঠিত হয় , নানান অনুুষ্ঠান মালা ও  আনন্দ উদ্বিপনায় সর্বস্তরের মান্যগণ্য ব্যাক্তিবর্গ ও সকলের স্বতশপূর্ত অংশ গ্রহণের মাধ্যমে শুরু হওয়া উক্ত  সমাবেশে সভাপতিত্ব করেন বীর  মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ চৌধুরীর,  শাইখ বেলাল উদ্দিন এর সন্চালনায় এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন।পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শামসুদ্দীন জিয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা জনাব আমিন সুবেদার, ও দিনার স্টিল করপেরেশন এর পরিচালক শাহাজাহান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক এস,এম,জসিম উদ্দিন চৌধুরী, জনাব আবু তালেব, জনাব আমান উল্লাহ আমান, ও বিশিষ্ট সাহিত্যিক ও সামাজিক ব্যাক্তিত্ব জনাব মুফিজুল হক চৌধুরী শাইখ আব্দুল আজিজ,হাফেজ মোজাহেরুল আলম  মোহাম্মদ নোমান ও মন্জুর আলম সহ আরও অনেকে।

 বক্তারা এই আধুনিক দ্বীনি শিক্ষার একমাত্র পাঠশালা আল -কুরআন একাডেমির ভূয়েশী প্রসংসা করে বলেন এই মহৎ কাজের সাথে যারাই জড়িত থাকুক নিশ্চয়ই এটি একটি মহৎ কাজ সমাজ ও জাতির কল্যাণে বিশেষ অবদান, আমরা একাডেমির সার্বজনীন সহযোগিতা করে যাবো ইনশাআল্লা।   বিশেষ করে তরুণ উদ্যাক্তা মোহাম্মদ হায়দার ও তার সাথে যারাই এই একাডেমি প্রতিষ্ঠা করার জন্য  সবাই কে এই মহৎ উদ্যোগএর জন্য আন্তরিক ধন্যবাদ জানান পরিশেষে ছাত্র /ছাত্রীদের হাতে অতিথিরা পুরুস্কার তুলেদেন,

ব্রেকিং নিউজ :
Shares