চট্রগ্রাম জামালখানে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০১৮, ২২:৩৭ / ৫০২
চট্রগ্রাম জামালখানে বন্ধুকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

চট্রগ্রাম প্রতিনিধিঃbd songbad71
বন্ধুকে বাঁচাতে গিয়ে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. তাহমিদ (১৫) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত তাহমিদ শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নাছির উদ্দিন।

রবিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ওই এলাকার শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় বিকালে তাহমিদকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার এসআই বিকাশ বলেন, ‘ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তারা তাহমিদকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’

ঘটনার বিষয়ে তাহমিদের বাবা নাছির উদ্দিন বলেন, ‘দুপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তাহমিদ তার এক সহপাঠীকে কয়েকজন যুবকের হাতে মার খেতে দেখে। এসময় সে তার সহপাঠীকৈ বাঁচাতে গেলে ওই যুবকরা পেছন থেকে তাহমিদের পেটে ছুরিকাঘাত করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’ এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।

ব্রেকিং নিউজ :
Shares