আজিজুল হক মিলনের পরিকল্পনায় বৈশ্বিক করোনা নিয়ে গুনিজনদের ভাবনা শীর্ষক ভার্চুয়াল লাইভ আজ রাত।


rafiq প্রকাশের সময় : জুন ১১, ২০২০, ০৫:০৩ / ৩১৮
আজিজুল হক মিলনের পরিকল্পনায় বৈশ্বিক করোনা নিয়ে গুনিজনদের ভাবনা শীর্ষক ভার্চুয়াল লাইভ আজ রাত।

সৌদি আরবের জনপ্রিয় শুভেচ্ছা ব্যান্ডের  কর্ণধার  জনাব  আজিজুল হক মিলনের পরিকল্পনায় বৈশ্বিক করোনা নিয়ে গুনিজনদের ভাবনা শীর্ষক ভার্চুয়াল লাইভ আজরাত  সৌদিলোকাল টাইম ৭.৩০মি বাংলাদেশ টাইম  দশটা ৩০ মিঃ চোখ রাখুন।  রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর======    সৌদি আরবে বৈশ্বিক মহামারি প্রাণঘাতিক করোনা ভাইরাসের দ্বিতীয় দাপ চলতেছে। এই ক্ষেত্রে বলা চলে সৌদি বাদশা শুরু থেকে এই ভাইরাসের জীবাণু বিস্তার রোধে ছিলেন সচেতন। দেশটিতে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য শুরু থেকে নিয়ে ছিলেন যুগান্তকারী সকল পদক্ষেপ। সারাদেশে লকডাউনের সাথে সাথে দেশটিতে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য সচেতন ও দৈনন্দিন জীবনে চলাচলের উপর দিয়েছেন বিধি নিষেধ সেই সাথে আইন ভঙ্গকারীদের জেল জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি আরব শুরু থেকে আক্রান্ত এবং মৃতের দিক থেকে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। যেভাবে আক্রান্ত হয়েছে ঠিক তেমন অধিক সংখ্যক প্রবাসী এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু বরণও করেছেন। এই পযন্ত ১০ জুন ২০২০ইং তারিখের সবশেষ তথ্য অনুযায়ী। মোট আক্রান্তের সংখ্যা ১,১২,২৮৮ জন। মারা গেছে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৯ জনে। দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৭,৯৫৪ জন। উদ্বেগ এর বিষয়
করোনা ভাইরাস এ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে ২৭২ জন মৃত্যুবরণ করেছেন জেদ্দায় ১৬৪ রিয়াদে ১০৮ জন এই সকল সমসাময়িক বিষয় নিয়ে
জনপ্রিয় শুভেচ্ছা ব্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলন এর পরিকল্পনায় দেশবরেণ্য গুনিজনদের নিয়ে শুরু হতে যাচ্ছে ভার্চুয়াল লাইভ৷ বৈশ্বিক মহামারীর করোনা নিয়ে গুনিজনদের ভাবনা শীর্ষক ভার্চুয়াল লাইভ চোখ রাখুন সৌদি লোকাল টাইম আজরাত ৭টা ৩০মিঃ বাংলাদেশ টাইম রাত দশটা ৩০মিঃ, মিডিয়া পার্টনার বিডি সংবাদ একাত্তর, শুভকামনা

ব্রেকিং নিউজ :
Shares