সৌদি আরবে করোনা ভাইরাসে আরো এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু!


rafiq প্রকাশের সময় : জুন ৫, ২০২০, ২৩:৩৩ / ২৬৯
সৌদি আরবে করোনা ভাইরাসে আরো এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু!

সৌদি আরবে করোনা ভাইরাসে আরো এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু!

মক্কা(সৌদিআরব) প্রতিনিধিঃ তাজউদ্দিন তারেক।

প্রাণঘাতিক করােনাভাইরাসে এবার কেড়ে নিলো জাহাঙ্গীর হোসাইন সেলিম নামে আরো এক প্রবাসী বাংলাদেশীর জীবন। নিহত জাহাঙ্গীর হোসাইনের বাড়ি, ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলা। ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারে সবার বড়। তার পিতার নাম মুহাম্মদ জালাল আহমেদ।

মৃত জাহাঙ্গীর হোসাইন সেলিম সৌদি আরবের দাম্মামের মাহাত্তা তামানিয়া নামক স্থানে থাকতেন। কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সৌদি হেল্পলাইন কল করলেও কোন সুফল পাননি। বৃহস্পতিবার দিবাগত রাতে বাসায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ) তার মৃত্যুর খবরে পরিবার সদস্য ও এলাকার পরিচিত জনদের চলছে শোকের মাতম।

সৌদিআরবে এখন পর্যন্ত করােনায় আক্রান্ত হয়ে ২২৫ বাংলাদেশির মৃত্যু খবর নিশ্চিত করেছে সৌদি আরব জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। এবং প্রায় সাড়ে ৯ হাজার প্রবাসী বাংলাদেশিরা কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। সৌদি আরবে বর্তমানে মোট আক্রান্তের মাঝে ৫২% সৌদি নাগরিক এবং ৪৮% হ’ল নন-সৌদি।
লিঙ্গে দিক থেকে ৬৮% মহিলা আর ৩২%পুরুষ; বয়স অনুসারে, ৬% বয়স্ক, এবং ১১% শিশু বাকি ৮৩% প্রাপ্তবয়স্ক।

ব্রেকিং নিউজ :
Shares