লেখক ও সাংবাদিক,বিডি সংবাদ৭১ এর সৌদি আরব প্রতিনিধি জসিম মাহমুদের দাফন সম্পন্ন।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২০, ০৮:৫৮ / ২২৮
লেখক ও সাংবাদিক,বিডি সংবাদ৭১ এর সৌদি আরব প্রতিনিধি জসিম মাহমুদের দাফন সম্পন্ন।

বিডি সংবাদ একাত্তর ডেস্ক ——————–  লেখক ও সাংবাদিক, জসিম মাহমুদের দাফন সম্পন্ন। বিডি সংবাদ একাত্তর পশ্চিম পটিয়া জিরি ইউনিয়নের অধিবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সমাজকর্মী জসিম মাহমুদ দীর্ঘ দিন কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে গতকাল ৩১ মার্চ ২০২০ইং মঙ্গলবার রাত ৯ টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ——- রাজেউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। ১ এপ্রিল সকাল ৯ টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক জসিম মাহমুদ নব্বই দশকের শুরুতে পশ্চিম পটিয়া থেকে দৈনিক স্বাধীনতার সংবাদ দাতা, পরবর্তি সময়ে দৈনিক নতুন বাংলাদেশ, দৈনিক কর্নফুলী, দৈনিক বাংলা,

দৈনিক সমাচার পত্রিকা সর্বশেষ সৌদি আরব প্ররচারিত প্রথম ভিডিও নিউজ পোর্টাল বিডি সংবাদ একাত্তর এর চিপরিপোর্টার  হিসাাবে     কাজ করেছেন। তিনি দীর্গ দিন সৌদি আরবে প্রবাসী ছিলেন।সে সময়ে জসিম মাহমুদ বাংলাদেশের ইসলামীক টিভির প্রতিনিধি ও ছিলেন। সাংবাদিক জসিম মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার পরিজনের নিকট সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, সাধারনসম্পাদক আবুর রহিম,প্রাক্তন সভাপতি ছৈয়দ গোলাম নবী, মাওলানা রেজাউল করিম তালুকদার, মুহাম্মদ আলী কুসুমপুরী, সাংবাদিক এস এম ওমর ফারুক, দেলোয়ার হোসেন, ইমাম আবদুল হালিম, ইঞ্জিনিয়ার নুর হোসেন,ইসহাক চৌধুরী, মো. আবদুল করিম, এস এস ওসমান, একেএম আবু ইউসুফ,বাবু দুলাল বড়ুয়া, সাংবাদিক সাইফুদ্দিন, অধ্যক্ষ মোঃ ইউনুস কুতুবী, প্রবীন প্রধান শিক্ষক নুরুল আলমদ  সৌদি আরবের দিগন্তের আলো ফাউন্ডেশনের পরিচাালক  আশ্রাাফ আলিম , বিডি সংবাদ একাত্তর  এর সম্পাদক ও  প্রকাশক চৌধুরী, দৈনিক দেশ বার্তার প্রকাশক

হাজী জসিম উদ্দিন, মদিনা থেকে আইয়ূব সহ এক যৌথ বিবৃতিতে   প্রকাশ করেছেন। এবং তার রুহের মাগফেরাত কামনা করে তার জন্য দোয়াকরা হয় আল্লাহ যেন  তাকে বেহেশত নসিব করেন

ব্রেকিং নিউজ :
Shares