কুয়েতে নিষিদ্ধ হওয়া বাংলাদেশীদের জন্য ভিসা নবায়নের বিশেষ সুযোগ।


rafiq প্রকাশের সময় : মার্চ ১০, ২০২০, ০৬:৫৮ / ২২২
কুয়েতে নিষিদ্ধ হওয়া বাংলাদেশীদের জন্য  ভিসা নবায়নের বিশেষ সুযোগ।

রফিক চৌধুরী বিডি সংবাদ৭১ কুয়েতে নিষিদ্ধ হওয়া সাত দেশের নাগরিকদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন ও দেশে ৬ মাস অবস্থান পুর্ণ হয়েছে তাদের জন্য দিক নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রী আনাস খালিদ আল সালাহ সুত্রে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয় সুত্রে প্রকাশ, যেসব বিদেশী শ্রমিক কুয়েতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে প্রবেশে বিলম্ব হয়ে একামা মেয়াদোত্তীর্ন হচ্ছে, তাদের কোম্পানির মন্দুব জনশক্তি মন্ত্রণালয়ের অনুমোদন বা শোন পাশ পেপার ইমিগ্রেশন অফিসে জমা দিয়ে ৩ মাসের দহুল বা প্রবেশ আবেদন নিতে পারিবে।

তবে একামার আর্টিকেল যদি ২০ হয়, সেক্ষেত্রে কপিলকে ইমিগ্রেশন অফিসে গিয়ে নিজ কর্মচারীর একামা নবায়ন ও দহুলের প্রবেশ পত্র সংগ্রহ করিতে হইবে।

সুত্রে প্রকাশ, আবদেন ফরমটি ইমিগ্রেশন অফিসার কতৃক
৩ মাসের মেয়াদসহ অনুমোদন হওয়ার পর নিজ দেশে অবস্থানকারী প্রবাসীর নিকট প্রেরণ করিবে।

আবদেনটি প্রদর্শন করে কুয়েত প্রবেশ করিতে পারিবে দেশে আটকা পড়া প্রবাসীরা, যাদের একামা শেষ হয়েছে এবং যাদের দেশে অবস্থানের মেয়াদ ৬ মাস পুর্ণ হয়েছে।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসাম আল নাহাম ও ইমিগ্রেশন বিভাগের পরিচালক তালাল মারাফি জানিয়েছেন, করোনা ভাইরাস রোধ ও মানব সুরক্ষায় গৃহীত পদক্ষেপের কারনে যেসব দেশের নাগরিকরা কুয়েত প্রবেশ করতে পারছে না, তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাতে কুয়েত সরকার করোনাভাইরাস বিস্তার রোধে ইন্ডিয়া বাংলাদেশ ও মিশরসহ সাত দেশের নাগরিককে কুয়েত প্রবেশে সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করে।

শুধু মাত্র উল্লেখিত সাত দেশের নাগরিকরা এই সুবিধা পাবে।

ব্রেকিং নিউজ :
Shares