প্রবাসের মাটিতে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২০, ০৮:২৬ / ২০৭
প্রবাসের মাটিতে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন

প্রবাসের মাটিতে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন

সৌদি আরব প্রতিনিধি ঃ নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখে সৌদি আরবের একমাত্র নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন হয়। বিডি
গত ৩১ জানুয়ারি রিয়াদস্থ ইস্তারাহ আল রিমাসে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় আমিনা সুন্দরী নাটকের প্রথম পাবলিক শো হয়েছে।

অনুষ্ঠানটি তিন পর্বে ভাগ করা হয় – অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য নাজিম উদ্দিন নাজিমের উপস্থাপনায় বাউল সংগীত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাস্ট্রদূত গোলাম মসীহ এর পক্ষে প্রধান অতিথি হিসাবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম আমিনা সুন্দরী নাটকের পাবলিক শো এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন ।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে – বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সোনালী ব্যাংক এর ডিজিএম জসিম উদ্দিন খান, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সম্নয়ক নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী সহ রিয়াদের রাজনিতিক , সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন – রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমিনা সুন্দরী নাটকের সফল মঞ্চায়ন হয়েছে। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করছি। ২০১৪ সাল থেকেই রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে দেশীয় নাটক ও সাংস্কৃতিক তুলে ধরার লক্ষে নাটক হোক সুস্থ সমাজের দর্পণ এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রবাসের মাটিতে কাজ করছে সংগঠনটি ।

রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবেশীত আমিনা সুন্দরী নাটকের – নির্দেশনায় ছিলেন নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী, কোরিওগ্রাফার কামরুজ্জামান, শব্দনিয়ন্ত্রণ সংযোজন – মোহাম্মদ মঞ্জুর আল ইসলাম, আলো সরবরাহ – সালাউদ্দিন আহমেদ, মিডিয়া সহযোগিতায় সাংবাদিক আল আমিন, শেখ লিয়াকত ।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, নাজিম উদ্দিন, হাফিজুল ইসলাম পলাশ, মোঃ নাঈম, মসীহ সিরাজ,রফিক মন্ডল, মামিতা, সুমাইয়া, সাদিয়া, রনক, রাহিল, শীতল, কমল।

নাটক সহযোগিতায় শেখ জামাল, মোঃ মাসুম, মোঃ আব্বাস, মোঃ আলী, মোহাম্মদ নয়ন, মোয়াজ্জেম প্রমুখ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে কবি মসী সিরাজ ও কামরুজ্জামান এর উপস্থাপনায় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের শিল্পীরা সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠান স্পনসর রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টার ও প্রবাসী সেবা কেন্দ্র – ( ইডিসি)

ব্রেকিং নিউজ :
Shares