সৌদি আরবে ব্যাতিক্রমি এক বিয়ে, এখানে কোন হৈ চৈ নেই নিরিবিলি,পরিবেশটা খুব সুন্দর.,বর হাফেজ আতিকুল্লাহ ফারুকী।


rafiq প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৪:৫৭ / ৪৪৯
সৌদি আরবে ব্যাতিক্রমি এক বিয়ে, এখানে কোন হৈ চৈ নেই নিরিবিলি,পরিবেশটা খুব সুন্দর.,বর হাফেজ আতিকুল্লাহ ফারুকী।

রফিক চৌধুরী জেদ্দা থেকে সৌদি আরবে ব্যাতিক্রমি এক বিয়ে,
এখানে কোন হৈ চৈ নেই নিরিবিলি, পরিবেশটা  খুব সুন্দর…
আমাদের জেদ্দা প্রতিনিধি রফিক চৌধুরীরএক প্রশ্নের উত্তরে ”  “বর”আথিক উল্লাহ ফারুকী———- এসব কথা বলেন,
সে অমুক নিয়ম থেকেই বিয়ের প্রথা  চলে আসছে যূগ যূগ ধরে, বিয়ে মানে  না-জাতকুল স্থান পাত্র না কোন গন্ডি?  হা সেটাই হয়েছে এখানে হাজার হাজার মাইল পাড়িঁ দিয়ে পবিত্র সৌদি আরব এসে বিয়ের পিড়িতে বসলেন বাংলাদেশের বংশদূত  সুনামধন্য এক যূবক মহেশ খালি নিবাসী,শাইখ হাফেজ আতিকুল্লাহ ফারুকী,পিতা আলহাজ্ব মৌলানা,নুরুল হক ছাহেব এর পুত্র,  আল জামেয়া পটিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফারুক হয়ে পবিত্র সৌদি আরবে আসেন  এক সময় স্বপরিবারে থাকলেও বর্তমানে  নব বর আতিকুল্লাহ ফারুকী সাহেব একাই থাকেন তবে এখানে অবিভাবক হিসাবে বিয়েতে উপস্থিত ছিলেন তারই বড়ভাই জনাব আলহাজ্ব মাওলানা আশিকুল্লাহ ফারুকী ,  ও অসংখ্য বন্ধু বান্ধব  শুভানুধ্যায়ী সহ অনেক আত্বিয় স্বজন  এই বাংলাদেশি যূবক এর আচার-আচরণে মুগ্ধ হয়েই সৌদি তার মেয়েকে বাংলাদেশী বংশদূত হাফেজ মাওলানা আতিকুল্লাহ ফারুকী সাথে বিয়ের প্রস্তাব রাখেন, সৌদি, তার মেয়ে জাকিয়া বিনতে জাকের,এর, এর আগে ছেলের পিতা সৌদি আরবে আগে ছিল বিদায় এখানকার পরিবেশ ও ইসলামী রিতিনীতি বিষয়ে ওয়াকিবহাল তাই তিনি ছেলের বিয়েতে সম্মতী জানাইয়েছেন, ছেলে অর্থাৎ নব “বর” কে প্রশ্ন করা হলে দেশে এত মেয়ে থাকতে বিদেশি মেয়েকে কেন বিয়ে করছেন?  বর আতিকুল্লাহ ফারুকী জানান এখানে কোন মহিলা  বেপর্দা বেহায়াপনা নেই, কোন হৈচৈ নেই, পরিবেশটা  সুন্দর,” সরিয়ত মতে এখানে বিয়ে হয় আমি যেহেতু আলেম সেহেতু একজন দ্বীনদার মোমেনা সংসারের জন্য বেশি জরুরি, আমার দেশের মেয়েরা যেভাবে বেপোরোয়া চলাপেরা আর অপ সাংস্কৃতির ভিড়ে সত্যিকারের একজন জীবন সংগী পাওয়াটা খুবই দূঃসাধ্য তাই সবার সম্মতিক্রমে আমার এই আয়োজন আমি খুবই হ্যাপী ইসলামি সরিয়াহ ভাবে আনন্দ উদ্দীপনায় এই বিয়ে আয়োজন করতে পেরে। আমি বাংলাদেশের আমার যুবক যুবতী ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো আসুন আমরা যৌতুক বিহিন সৎ চরিত্রবান হয়ে এক অন্য কে আবদ্ধ করি জীবন সাথী রুপে সত্য ও পবিত্রতা দিয়ে শুরু জীবন কখনো অশান্তি আন্তে পারেন না, তিনি তাদের নবদম্পতি জীবনে দুজনে যাতে সুখি হন সবার কাছে দোয়ার আরজি করেন,উক্ত বিয়েতে সৌদি  নাগরিক ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের সাংগঠনিক সম্পাদক জনাব রফিক চৌধুরী, সহসভাপতি ইলিয়াস সিকদার, ও শাইখ আব্দুল্লাহ আল মামুন,এম এ হাসেম   মাহবুব  সহ বাংলাদেশি কমিনিউটির রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর  গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্টান এ

ব্রেকিং নিউজ :
Shares