সৌদি প্রবাসী সাদেক আলী খানঁ রইলো না আর


rafiq প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০১৯, ২২:০১ / ২৪৩
সৌদি প্রবাসী সাদেক আলী খানঁ রইলো না আর

রফিক চৌধুরী জেদ্দা থেকে সৌদি প্রবাসী সাদেক আলী খানঁ রইলো না আর,
একজন হাস্যউজ্জল সাদামাটা  কর্মট মানুষ ছিলেন সাদেক আলী সবার সাথে তার প্রানবন্ত চমৎকার উটাবসা বেশ সততার সহিত কর্মস্থলে দায়ীত্ব  পালন করছিলেন, এক যূগের ও বেশী সময় ধরে জেদ্দা কান্দারা ব্লু বিল্ডিং এ একজন ভালোমানে টেইলার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন সৌদি আরব এর বিলাসবহুল পরিবারের নানানরকম ডিজাইনাবল নিখুত  নিপূন কারুকাজ  এ ড্রেস বানিয়ে সৌদি নারীদের মনজয় করে আসছিল দীর্ঘ দিন থেকে অন্য কে   সুন্দর করে সাজিয়ে দেওয়ার এই কারিগর জানতেন না তার শরীরে সঞ্চারিত হচ্চে মরনব্যাধী ক্যান্সার, আমাকে একদিন হঠাৎ  ডেকে বললো ভাই আমার জানী কেমন লাগছে বুঝে উটতে পারছি না একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন এমনিতেই আমি অনেককে সাধারণত ডাক্তারের কাছে নিয়ে যেতাম কারন এখানে বিনদেশী ডাক্তার বিনদেশী ভাষা তাই  বুঝিয়ে বলার জন্য একজন দোভাষী সাথে নিলে ডাক্তারকে তার রোগের  কথাটা বুঝানো সহজ সে কারণে ই হয়তো সে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাইছিল,আমি সচারাচর অনেককে নিয়ে যেতাম সে জানতো সেটা তাই  আশা করছিল আমাকে নেওয়ার।কিন্তু  আমার ও ঐ দিন তাড়া ছিল সপে কাস্টমার অপেক্ষা
করছিল, আর আমিও বুঝতে পারিনি যে এত বড় মরনব্যাধী ক্যান্সারে তাকে গ্রাস করে পেলেছে, সে নিজ উদ্যোগেই ডাক্তারের কাছে গেলেন এখানকার ডাক্তাররা পরিক্ষা নিরিক্ষার পর তার চুড়ান্ত রোগ ধরা পড়লো, ইন্ডিয়া তে গিয়ে চিকিৎসার সাজেস করলো,  দেশে গেলেন চিকিৎসা ও নিলেন কিন্তু না আল্লাহর লিখন কেউ পারে খন্ডাতে দেশের ডাক্তার রা ও না করে দিলেন অবশেষে মৃত্যুর কোলে ডলে পড়লেন এই রেমিট্যান্স যোদ্ধা ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাউজিউন…  , এই রেমিট্যান্স যোদ্ধা তার পরিবারের সাথে সাথে দেশের অর্থ নীতিতেও বিরাট ভূমিকা রেখে গেছেন আমরা চাই  দেশের অর্থ নীতিতে অবদান রাখা  এই যোদ্ধার পরিবারের জন্য সরকার  মরনত্তর ভাতা প্রধান করবেন।জনাব সাদেক আলী খানঁ, পিতা মুফিজুল খানঁ,মতিন খারঁ কান্দি,দক্ষিণ তারাবুনিয়া, থানা সখিপুর, জেলা শরিয়ত পুর,  তার মৃত্যু কালীন সময়ে  এক স্ত্রী দুই  কন্যা সন্তান ও এক বৃদ্ধা মা সহ অনেক আত্বীয় স্বজন বন্ধু বান্ধব শুভানুধ্যায়ী রেখে, গেছেন

ব্রেকিং নিউজ :
Shares