মাদকমুক্ত পাথরঘাটা আন্দোলনঃ


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৯, ০৭:০৪ / ২৪৯
মাদকমুক্ত পাথরঘাটা আন্দোলনঃ


(নিজস্ব প্রতিবেদক)
পাথরঘাটা ওয়ার্ডের ফিসারীঘাট এলাকার মাদক ব্যবসায়ীদের অন্যতম ও তালিকার শীর্ষের দিকে অবস্থান করা মৃত শংকর দাশের পুত্র সাগর দাশ। তার নামে কোতোয়ালি থানায় ৫৪(৫)২০১৬ ইং সহ মাদকদ্রব্য আইনের ধারায় বিভিন্ন থানায় আরো একাধিক মামলা রয়েছে।পুলিশের তালিকাভুক্ত এই আসামীর সহযোগী তারই আপন ভাই সবুজ দাশ।তার নামেও ৬৭(৭)২০১৮ ইংরেজি মামলা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারায় আরো মামলা রয়েছে।এই কুখ্যাত মাদকব্যবসায়ীরা ফিসারীঘাটে অনুপ এন্ড সন্স এর পাশের বিল্ডিংয়ে দিন রাত ২৪ ঘন্টা খোলা মদের জমজমাট আসর খুলে প্রশাসনের সম্মুখে এই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। উক্ত বিল্ডিং এর ২য় তলায় সম্প্রতি উক্ত কুখ্যাত সাগর দাশের সাথে তাল মিলিয়ে নতুন ভাবে মদের আসর বসানো শুরু করেছে উক্ত সাগর দাশের চাচাতো ভাই ফিসারীঘাটের মাদকের গডফাদার,মাদকব্যবসায়ীদের রাজনৈতিক ও প্রশাসনিকভাবে আশ্রয় দিয়ে মাসোহারা আদায় কারী সুজন কান্তি দাশ।তার মদের আসরে দিবারাত্রি চলছে মদ,ইয়াবা,ফেন্সিডিলসহ হরেক রকমের মাদক। ওই বিল্ডিংয়ের বিপরীতে কুখ্যাত সাগর দাশের ভাই সবুজ দাশ লোক দেখানো পান সিগারেটের দোকান খুলে সন্ধ্যার পর হতেই দেদারছে বিক্রি করছে ইয়াবা,ফেন্সিডিল।এই মাদকের কার্যক্রম সবার সম্মুখে প্রকাশ্যে ঘটলেও গডফাদার এবং ফিসারীঘাটের ত্রাস সুজন কান্তি দাশের ভয়ে এলাকার কেউও মুখ খুলছে না। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক মুরুব্বী বলেন,সুজন দাশের প্রশ্রয়ে এই ফিসারীঘাটের মাদক ব্যবসায়ীরা এভাবে প্রকাশ্যে তাদের মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার সর্বস্তরের জনগন কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্য জনাব মোহাম্মদ মহসিনের নিকট এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ জানান।

ব্রেকিং নিউজ :
Shares