জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্নঃ সভাপতি-সাইফুল আলম, সাধারণ সম্পাদক-ফরিদা ইয়াসমিন


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০১৮, ১৬:৩৪ / ২৫১
জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্নঃ সভাপতি-সাইফুল আলম, সাধারণ সম্পাদক-ফরিদা ইয়াসমিন

।📱জসিম মাহমুদ📱
জাতীয় প্রেস ক্লাবের ২০১৯-২০ সালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এবং জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছে শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট।
গণনা শেষে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। অন্যদিকে ৫৬৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। সিনিয়র সহ-সভাপতির পদে জ্যেষ্ঠ সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, মো. ওমর ফারুক এবং সৈয়দ মেসবাহ উদ্দিন। সহ-সভাপতির পদে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল হাসান খান। এবার নির্বাচনে সহ-সভাপতির নির্ধারিত পদ রয়েছে একটি। সাধারণ সম্পাদক পদে এবারের প্রার্থী- জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ইলিয়াস খান এবং কামরুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য নির্ধারিত দু’টি পদে লড়ছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সালেহ আকন, মাঈনুল আলম, মো. আশরাফ আলী, শাহেদ চৌধুরী এবং সাখাওয়াত হোসেন বাদশা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যেষ্ঠ সাংবাদিক কাজী রওনাক হোসেন, শ্যামল দত্ত এবং জহিরুল হক রানা। এছাড়া, প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির ১০টি কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন ২৬ জন। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীরকে নিয়ে ৫ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে টানা ভোটগ্রহণ চলে। মোট ১ হাজার ৭২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ব্রেকিং নিউজ :
Shares