গাজীপুরে সড়ক দুর্ঘটনাঃ নিহত-৫,আহত-৮


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৮, ২১:১০ / ১৯২
গাজীপুরে সড়ক দুর্ঘটনাঃ নিহত-৫,আহত-৮

নিউজ ডেক্সঃ
গাজীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আটজন।

আজ সোমবার সকাল আটটার দিকে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর হালডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমান (৫০)। তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট পদে চাকরি করতেন।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা থেকে বাংলাবাজার যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। রাজেন্দ্রপুর হালডুবা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনা বাসটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে ছয়জনকে এই হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যান। রাতুল (১৮) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত ব্যক্তিদের মধ্যে দুলালকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত খাইরুল (৪০), খলিল (৪০) ও নিশান আহমেদকে (২৮) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রেকিং নিউজ :
Shares