রিয়াদ দূতাবাসের স্বাস্থ্য সেবা দিতে হ্যালো ডাক্তার’


rafiq প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২০, ১৫:২৫ / ৩৭৫
রিয়াদ দূতাবাসের  স্বাস্থ্য সেবা দিতে হ্যালো ডাক্তার’

বিডি সংবাদ একাত্তর ডেস্ক ——————বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সৌদি আরবেও প্রভাব বিস্তার করেছে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস। যেখানে লকডাউন ও কারফিউয়ের মধ্যেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে প্রবাসীরা পড়েছেন বিপাকে। 

চলমান পরিস্থিতিতে দেশটির সরকার তার দেশের নাগরিকদের পাশাপাশি সৌদিতে বসবাসরত প্রবাসীদের স্বাস্থ্য সেবাসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি দুর্দশাগ্রস্তদের খাদ্য সামগ্রীও দেয়া হচ্ছে।

এবার প্রবাসী বাংলাদেশিদের করোনা ভাইরাসের সংক্রমণ ও বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত ডাক্তারদের নিয়ে ‘হ্যালো ডাক্তার’ প্যানেল গঠন করা হয়েছে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘সৌদি সরকারের নেয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে এখানকার অভিবাসী বাংলাদেশিরা করোনার সংক্রমণ থেকে নিরাপদে রয়েছে। এছাড়া আক্রান্ত বৈধ ও অবৈধ সকল অভিবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। এখানকার সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমে ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রয়েছে। তদুপরি অনেক প্রবাসী বাংলাদেশিরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাদের সহায়তার জন্য বাংলাদেশি ডাক্তারদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। যারা টেলিফোনে নির্ধারিত সময়ে আপনাদের পরামর্শ দিবেন।’

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যে সকল প্রবাসী জ্বর, শুকনো কাশি, দুর্বলতা ও শ্বাসকষ্টে ভুগছেন বা এই ধরণের উপসর্গ রয়েছে তারা দেরি না করে নিম্নে প্রদত্ত ডাক্তারদের তালিকা দেখে ও সময় মিলিয়ে টেলিফোনে পরামর্শ গ্রহণ করুন। মনে রাখবেন, আপনার সঠিক সময়ে পরামর্শ গ্রহণ যেমন একদিকে নিশ্চিত করবে আপনার সুচিকিৎসা, তেমনি আরেক প্রবাসী ভাইকে মুক্ত রাখবে ভাইরাসের সংক্রমণ থেকে।’

রাষ্ট্রদূত সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি যে সকল ডাক্তার এই প্যানেলে যুক্ত হতে চান তাদেরকে যোগাযোগ করে যুক্ত হতে অনুরোধ জানান।

এই ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মো. আবুল হাসান জানান, ‘মহামারি করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে চলছে কারফিউ ও লকডাউন। এমন অবস্থায় যাতে বাংলাদেশি প্রবাসীরা আতঙ্কিত না হয়, তাদের স্বাস্থ্য সেবা দিতে রাষ্ট্রদূতের নির্দেশে বাংলাদেশি ডাক্তারদের নিয়ে একটি ডাক্তার প্যানেল গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই প্যানেল প্রবাসীরাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেবে। প্রবাসীরা আরবী ও ইংরেজিতে তাদের রোগ সম্পর্কে খুলে বলতে পারে না, যার কারণে অনেক প্রবাসী দুশ্চিন্তায় ভোগে। তাই, প্রবাসীরা তাদের শারীরিক সমস্যার কথা যেন ডাক্তারদের মন খুলে বলতে পারে এবং ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে পারেন সেজন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

প্রবাসী বাংলাদেশি ডাক্তার যারা সৌদি আরবে কর্মরত আছেন তাদের ব্যক্তিগত নাম্বারে আপাতত ফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করবেন। পরবর্তীতে এইসব ডাক্তারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (এ টু আই প্রোগ্রাম) CORONA.GOV.BD-নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হবে- যোগ করেন তিনি।

সৌদি প্রবাসীদের নিম্নোক্ত ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে- www.bangladeshembassy.org.sa

যে সমস্ত ডাক্তার এই প্যানেলে যুক্ত হয়েছেন- ডা: মনুজ কুমার দত্ত, ডা. মোহাম্মদ মহসিন, ডা. খোরশেদ আলম, ডা. মাহমুদুজ জামান, ডা. এম এ মালিক মোল্লা, ডা. মোহাম্মদ আবুল কুরাইশ, ডা. মোহাম্মদ মোশফিকুর রহমান, ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, ডা. রাজিব দত্ত, ডা. সৈয়দ আলী শেখ, ডা. মোহাম্মদ আতাউর রহমান, ডা. মারুফ, ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম (২), ডা. মোহাম্মদ আসিফ রায়হান, ডা. রাশেদ, ডা. রানক, ডা. মোহাম্মদ আনোরুল হাসান, ডা. মোহাম্মদ আল মামুন, ডা. আব্দুল মতিন, ডা. মোহাম্মদ আসাদ, ডা. শেখ মোজাহিদ মোরাদ, ডা. আব্দুর রাকিব তালুকদার, ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম, ডা. আব্দুল বাইস খান, ডা. শেখ মোহাম্মদ জুলফিকার, ডা. মোহাম্মদ মোজাম্মেল, ডা. বেতুল বেগম, ডা. শরিফা নাজনীন ও ডা. মামুন সিদ্দিকী।

সূত্র সাংবাদিক মোহাম্মদ    ফিরোজ এর

ব্রেকিং নিউজ :
Shares