সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব ও ঐতিহ্যের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।


rafiq প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২০, ১৪:৫৪ / ৩৪৭
সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব ও ঐতিহ্যের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

রফিক চৌধুরীঃ  মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের রুপকার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া সংগঠন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব ও ঐতিহ্যের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সৌদি আরবের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ও মধ্যপ্রাচ্য বি এন পির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব কেন্দ্রীয় বি এন পির সভাপতি জনাব আহমেদ আলী মুকিব সাহেব এর সভাপতিত্বে,সৌদিআরব বি এন পির বিপ্লবী সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপনের সুশৃঙ্খল উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বি এন পির প্রথম সহ সভাপতি ও সৌদি আরব কেন্দ্রীয় জাসাস এর প্রধান উপদেষ্টা জনাব কেফায়েত উল্লাহ কিসমত, সহ সভাপতি ও সৌদিআরব কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী আহবায়ক আব্দুল মান্নান,আবুল কালাম আজাদ, ইয়নবু বি এন পির সভাপতি আবু বক্কর,
সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহমেদ জেদ্দা বি এন পি র সদস্য সচিব জনাব মোহাম্মদ আলী , মক্কা প্রদেশীক বি এন পি র ভারপ্রাপ্ত সভাপতি এম,এ,জহির,
৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীউদযাপন উপলক্ষে ,জনাব আহমেদ আলী মুকিব সাহেব বলেন, আজকে এই মিটিং এর পুরোটাই উৎসর্গ করলাম শহিদ রাস্ট্রপ্রতি শহিদ জিয়াউর রহমান, তিনি যদি বাকশালি শাসনতন্র পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন আজ আমরা এখানে বসে কথা বলতে পারতাম না, তিনি বলেন সৌদি আরব বিনপির জেদ্দা বি এন পি সহ সকল অংগসংগটন এর জন্য পথ খোলা আছে সব সময়, সুতারাং আসুন দ্বিদা দন্দ ভুলে আমরা সবাই এক সাথে মিলে মিশে কাজ করি দলকে আরো শক্তি শালী করি, তবে দলীয় শৃঙ্খলা বজায় রেখে আশা করি সবাই সাড়া দিবেন, তবে দুশ্ঠো গোয়াল এর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তিনি আরো বলেন খুব শিগগিরই আমাদের তারণ্যের অহংকার তারেক রহমান সাহেব এর সাথে ভার্চুয়াল মিটিং এর শিগগিরই আয়োজন করা হবে তবে তার পূর্বে দলে এবং ভার্চুয়াল মিটিং এ শৃঙ্খলা বজায় রাখতে হবে।

উক্ত আলোচনা সভায় আরও যারা অংশ গ্রহণ করেছেন তারা হলেন, টিপু সুলতান , উলামা দলের সভাপতি জনাব মৌলানা আসহাব উদ্দিন, মৌলানা রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম জসিম ,,হানিছে সরকার উজ্জ্বল, আব্দুল জলিল মৃধা, (তাবুক) জাসাস সভাপতি রফিক চৌধুরী৷ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সুমন ও সমাজ কল্যাণ সম্পাদক জি এম ফয়সাল, মোহাম্মদ দিদারুল আলম, কাউসার আব্দুসালাম,
শেখ মোস্তাক আহমেদ , ওমর মানিক,
সোলাইমান ভুট্টো,, আব্দুল ওয়াহিদ, অর্থ সম্পাদক নুরুল আবসার,তাজউদ্দীন আহমেদ,
, সয়াইব খানঁ,, যূব নেতা এম ডি আব্দুল্লাহ, জাকারিয়া আরেফিন ফয়সাল, আতাউর রহমান, জামাল হোছাইন, আহমেদ রহিম চৌধুরী, তৌফিক হাসান ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক সাইদুর রহমান, আমজাদ হোসেন,আলমগীর হোসেন, যুবদল ইকবাল, আশিক, তারেক খানঁ রিপন, শাহআলম মোরশেদ, তাইজুল ইসলাম বাবুল, তারেক খানঁ নজরুল ইসলাম, মক্কা বি এন পির জুয়েল রানা,আব্দুল ওদুদ খানঁ,শাহা জালাল, কামাল খানঁ,
আব্দুল্লাহ আল ফারুকী তপন,তায়েফ) আমিনুল ইসলাম মুফিজ, সাঈফুল ইসলাম কিরন, বেলায়েত হোসেন মিন্টু, আমিন তালুকদার, কামাল আহমেদ, শেখ মঈনুল ইসলাম মিঠু আব্দুল্লাহ আল ফারুকী, আলাদ হোসেন, আলাউদ্দিন সি টি জি,,কামাল খানঁ, এনামুল করিম নাজমুল, ফায়সাল গাজী, ফাহাদ হোসাইন রুমি,এনামুল কবির নজরুল, নাজমুল ইসলাম, জামাল আজিজ, জাকারিয়া আরেফিন, এম ডি আকরাম,মোহাম্মদ সহিদ,ইকবাল হোছাইন প্রধান , তারেক খানঁ রিপন, ইলিয়াস সিকদার,জিয়াউর রহমান খানঁ,ইউসুফ গাজী নাজমুল ইসলাম, এম ডি, ফারুক আহমেদ,শাহজাহান সাজু, সুলতান মোহাম্মদ, আকরাম,ফয়েজ আলম তালুকদার, তারেক খানঁ রিপন,এম ডি, আকরাম, শেখ রুবেল, সহিদ সহ অসংখ্য নেতা কর্মী, পরিশেষে শহিদ জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন উলামা দলের সভাপতি মৌলানা আসহাব উদ্দিন, এতে বিএনপি যুবদল সেচ্চাসেবক দল জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ও তৃনমুল এর নেতা কর্মীরা উক্ত দোয়াই শরিক হন।
। সূত্র বিডি সংবাদ একাত্তর

ব্রেকিং নিউজ :
Shares