মাসুদ রানা শাহীন কে সভাপতি ও আসাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইরাক প্রবাসীকল্যাণ সংগঠনের চুড়ান্ত কমিটি ঘোষণা 


rafiq প্রকাশের সময় : মে ২২, ২০২০, ২৩:০৮ / ২২৪
মাসুদ রানা শাহীন কে সভাপতি ও আসাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইরাক প্রবাসীকল্যাণ সংগঠনের চুড়ান্ত কমিটি ঘোষণা 

মাসুদ রানা শাহীন কে সভাপতি ও আসাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইরাক প্রবাসীকল্যাণ সংগঠনের চুড়ান্ত কমিটি ঘোষণা

রফিক চৌধুরী সৌদি আরবঃ  দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতি নিয়তে পাড়িঁ দেয় হাজার হাজার বাংলাদেশী, বিদেশের মাটি তে একজন প্রবাসী নিজেকে আবিষ্কার করে ভিন্ন এক পরিবেশে নতুন ভাষা নতুন দেশ নতুন এক কর্ম এমতাবস্থায় একজন প্রবাসী সে নিজেকে একা ও অসহায় অনুভব করে আবার অনেকে  দালালদের চক্রে পড়ে সর্বস্ব হারিয়ে অভিভাবক হীন হয়ে পড়ে, সেই সকল অবহেলিত প্রবাসীদের দুঃখ দূর্দশা লাগবের কারণে এগিয়ে আসে কিংবদন্তি এক প্রবাসী তরুণ নাম যার মাসুদ রানা অতিসাধারণ মনে হলেও মাসুদ রানা ছিল একজন ন্যায়পরায়ন আর্ত মানবতার সেবায় সে নিজেকে নিয়োজিত রাখতেন দেশে তার অসংখ্য সামাজিক সংগঠন গঠন করে অবহেলিত জনগণের পাশে থেকেছে কিন্ত তার সে কাজের পরিধি একজন সংগঠক হিসাবে বসে না থেকে বিদেশে ও তার কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষে অবহেলিত প্রবাসীদের অধিকার আদায়ের জন্য সুদূর ইরাক ও তারা ক”জন তরুণ নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠন করে।”

বাংলাদেশ ইরাক প্রবাসী কল্যাণ সংগঠন (বাইপ্রকস) ফাউন্ডার সভাপতি জনাব মাসুদ রানা শাহীন , সভাপতি ও মোহাম্মদ আসাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি র আনুষ্ঠানিক ঘোষনা দেয়, উক্ত সংগঠন ঘোষনার পর থেকেই দেশ বিদেশ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর নেতৃবৃন্দের অভিনন্দন ও শুভকামনা শুভেচ্ছা অব্যাহত রয়েছে , উক্ত সংগঠন এর অন্যতম উপদেষ্টা জনাব রফিক চৌধুরী বলেন। সবাই উক্ত সংগঠন এর একতা সততা ও ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন এই সংগঠন প্রবাসীদের কল্যাণ সহায়ক ভূমিকা রাখবেন, এবং সকলে ঐক্যবদ্ধ থেকে এক পরিবারের মত এই সংগঠনের ভাবমূর্তি উজল করবেন আমার এটাই বিশ্বাস। কারন এই সংগঠন ও রয়েছে সাংবাদিক আইনজীবী পেশাজীবি সাংসদ সহ রাজনৈতিক সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ অসংখ্য গুনি জনের আবির্ভাব গঠেছে এই সংগঠন এ। আর সব চায়তে খুশির খবর হলো একটি শক্তি শালী উপদেষ্টা মন্ডলীর সাথে সাথে সুসংগঠিত একটি কার্যকরী কমিটি ও দেখতে পাচ্ছি এবং আরও দেখতে পাচ্ছি যূগউপযোগী একটি গঠনতন্ত্র আমি উক্ত সংগঠন এর একজন উপদেষ্টা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, সে সাথে আমার সম্মানিত উপদেষ্টা মন্ডলী কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্য ভাই দের প্রতি আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক,

★*—————-উপদেষ্টা মণ্ডলী——————-

*********বিসমিল্লাহির রাহমানির রাহিম********
বাংলাদেশী ইরাক প্রবাসী কল্যাণ পরিষদ
১.ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সংসদ সদস্য ২৯ গাইবান্ধা, সুন্দরগঞ্জ ১,সাবেক সভাপতি, এস্তায়ী কমিটি প্রবাসী কল্যাণ মন্তারালয়, আইন মন্তারালয় এস্তায়ী কমিটির সভাপতি,
২. মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক।
সহকারী শিক্ষক,সুন্দরগঞ্জ গাইবান্ধা।
৩. মোঃ রফিক চৌধুরী। চট্টগ্রাম বিদেশের পরিচিতি
সৌদি প্রবাসী, bd shangbad71সম্পাদক ও কিউ টিভি বাংলা, টেলিভিশন সাংবাদিক।
৪,আল আমিন নয়ন।
অভিবাসী কর্মী
৫, মো: আলমগির হোসেন।
ইরাক প্রবাসী,,
৬. আ: মমিন ফকির,,
এডভোকেট জয়পুরহাট জেলা জজ কোর্ট সি: আইনজীবী।
★————– কার্যকরী কমিটি ———————
১-প্রতিষ্ঠাতা,সভাপতি,মো: মাসুদ রানা শাহিন।
২-সহ: সভাপতি, মো: মোতালেব আকবর।
৩-সহ:সভাপতি, মো: সাহাদাদ হোসাইন শাকিব।
৪-সহ:সভাপতি, মো:সজীব মীরধা।
৫-সাধারন সম্পাদক, মো:আসাদুল ইসলাম।
৬-যুগ্ম সাধারন সম্পাদক, মাকসুদ রহমান।
৭-২য় যুগ্ম সাধারন সম্পাদক, মো:মাজমুল হাসান।
৮-সাংগঠনিক সম্পাদক :মো:রোজেল আহমেদ খান।
৯-সহ:সাংগঠনিক :নোমান হোসাইন।
১০-প্রচারো সম্পাদক :জহির খান।
১১-দপ্তর সম্পাদক :শহিদুল ইসলাম।
১২-অর্থ বিষয়ক সম্পাদক :মো:আরিফ হাসান।
১৩-আইন সম্পাদক, জিয়াউর রহমান ।
******উক্ত সংগঠন এর লক্ষ্য উদ্দেশ্য******
ইরাক প্রবাসি কল্যাণ সংগঠন প্রতিস্ঠার লক্ষ
ঃ-১/ ইরাক প্রবাসি বাংলাদেশি সকল শ্রমিকদের বৈধকরণে যুগোপযোগী পদক্ষেপ গ্রহন। ঃ-২/ ইরাকে মৃত ব্যাক্তিদের দ্রুত দেশে প্রেরন অথবা দাপন কাপনের ব্যাবস্হা গ্রহন।
ঃ–৩/ অসহায় কর্মহিন বাংলাদেশিদের কর্মের ব্যাবস্হা করনে সচেষ্ট থাকা।
ঃ-৪/ আশ্রয়হিন বাংলাদেশিদের আশ্রয় প্রদান। ঃ-৫/ ইরাকে অবস্থিত বাংলাদেশি অপহরণ সিন্ডিকেট উদ্ঘাটন। এবং নির্মুলকরন।
ঃ-সদস্যদের করনীয় -ঃ
ঃ-১/ সংগঠনের ভিত শক্তিশালী করনে প্রবাসিদেরকে সংগঠনের সাথে সম্প্রিক্ত করা।
ঃ-২/ সংগঠন পরিচালনা পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্যদের সিদ্ধান্তকে নিজস্ব সিদ্ধান্ত হিসেবে মেনেনেয়া।
ঃ-৩/ সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
ঃ-৪/ প্রবাসিদের ত্যাগ এবং প্রাপ্তির বিষয়ে যথাযত সম্মানের সহিত সম্প্রচারের চেষ্টা করা।

ব্রেকিং নিউজ :
Shares