মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ইরাক প্রবাসীদের খোলা চিঠি।


rafiq প্রকাশের সময় : জুন ১৬, ২০২০, ০৩:২৬ / ২৩৭
মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে ইরাক প্রবাসীদের খোলা চিঠি।

মাননীয় প্রধানমন্ত্রী !বাংলাদেশী ইরাক প্রবাসী কল্যাণ সংঘটন এর পক্ষ হইতে ! আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷

মাননীয় মন্ত্রী ! যখনই সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো দেশ থমকে গিয়েছে !

আমরাও ঠিক সেই মুহুর্তে অনেক বাঙালী কাজ হারিয়েছি ৷ এমনকি কোন মালিকানা থাকার জন্য জায়গা দেয় নাই ৷ নিজেদের ও নির্দিষ্ট থাকার কোন জায়গা নাই ৷ বাংলাদেশ এ্যামবেসি সেই  রকম কোন ব্যবস্থা করে নাই ৷ অনেকেই বাঙালীর কাছে আশ্রয় নিয়েছে ! তবে খুবই দুঃখজনক আমরা অনেকেই খাদ্য সংকট এর মধ্যে আছি ৷

মাননীয় মন্ত্রী অতি দ্রুত ভাবে আমাদের কিভাবে বাংলাদেশ ফিরিয়ে নেওয়া যায় ৷ এই বিষয়ে বিশেষ ভাবে অনুরোধ করছি ৷
কারণ , আমাদের কাজ কাম নাই ঘর বন্ধি হয়ে আছি খাদ্য সংকট কোন চিকিৎসা ব্যবস্থা নাই ৷

এখানে আমাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হইতে হয় ৷ বিশেষ করে অবৈধ থাকার কারনে ন্যায্য সম্মান ন্যায্য মূল্য আর সঠিক বেতন পাইনা ৷

এছাড়া থাকা খাওয়া চলাফেরা পুলিশ এর হয়রানি দেশে ছুটিতে যাওয়া আসার কোন সিস্টেম নাই ৷

অনেক সময় অনেক প্রবাসী বাঙালী এখানে অসুস্থ হয়ে পড়েন ৷ অবৈধ থাকার কারনে হাসপাতালে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য কোন ব্যবস্থা নাই আবার অসুস্থ ব্যক্তি বিভিন্ন রকমের হয়রাণির শিকার হয়ে থাকেন ৷

একজন প্রবাসী মারা যাওয়ার পরে মৃত লাশটা তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য কোন ব্যবস্থা নাই ৷

আমরা প্রবাসীরা পরিবার আত্মীয়স্বজনসহ দেশের জন্য ‘ নিজের সুখ বিসর্জন দিয়ে দিনের পরে দিন বছর এর পরে বছর কঠোর পরিশ্রম করেও কোথা ও কোন ন্যায্য সম্মান আর ন্যায্য মূল্য পাই না ৷

প্লীজ মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই অবহেলিত আর লাঞ্ছিত জীবন থেকে আর কবে মুক্তি পাবো ?

আপনি কি ! আমাদের জন্য কিছুই করতে পারেন না ?

এই দেশে প্রায় দুই লক্ষ্য প্রবাসী অবৈধ ভাবে জীবনযাপন করছি ৷

প্লীজ আমাদের সমস্যা গুলো সমাধান করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি…

বাংলাদেশী ইরাক প্রবাসী কল্যাণ সংঘটন
জহির খান
প্রচার সম্পাদক

ব্রেকিং নিউজ :
Shares