“বিদায়ী শুভেচ্ছা” নারী সাংবাদিক ও লেখিকা ” জোছনা হক “।


rafiq প্রকাশের সময় : মার্চ ১৬, ২০১৯, ২১:৫৩ / ২১৬
“বিদায়ী শুভেচ্ছা” নারী সাংবাদিক ও লেখিকা ” জোছনা হক “।

কাউসার আব্দুসালাম  “বিদায়ী শুভেচ্ছা”
নারী সাংবাদিক ও লেখিকা ” জোছনা হক “।

প্রবাস জীবনটি ক্ষণিকের জন্য। অস্থায়ী কর্ম অথবা স্বল্প পরিসরে ভ্রমণ। দ্রুতগতিতে চলতে থাকা ব্যস্ততম প্রবাস জীবনে অনেকের সাথেই পরিচিত হয়ে আন্তরিকতার সম্পর্ক গড়ে উঠে । নিজ পরিবার ও স্বজনদের কাছ থেকে দূরে থেকে প্রবাস বসবাসরত সহকর্মী অথবা সহযোদ্ধাদের নিজ পরিবারের সদস্যদের মতো মনে হয়।

আন্তরিকতার বন্ধনে কিছু দিন অতিবাহিত হওয়ার পরে যখন শুনতে পাই নারীর টানে কাছের কেউ স্বদেশে ফিরে যাচ্ছে। একদিকে খুব ভালো লাগে কিন্তু অন্য দিকে মনের অন্তরালে বিদায় শব্দটা কেমন যেন অস্থিরতা সৃষ্টি করে।

তখনই কবি মহিব্বুল্লাহ আফনানের বিদায়ী বাসনা কবিতার দুটি লাইন মনে পড়ে –
বিদায় বেলার ক্রান্তিলগ্নে ভাড়াক্রান্ত মনে,
কোন ভাষাতে জানাব বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।

পরিশেষে শুভ কামনা দোয়া রহিল। স্বপরিবারে স্বদেশে স্বযত্নে বসবাস করেন।
চলার পথে কোন ভুল ভ্রান্তি হলে নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ব্রেকিং নিউজ :
Shares