ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা মোস্তাকিমের তেলের ডিপোতে হঠাৎ আগুন।


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০১৯, ০৩:০৮ / ২৪৫
ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা মোস্তাকিমের তেলের ডিপোতে হঠাৎ আগুন।

রফিক চৌধুরী———————————- সীতাকুণ্ডে ফৌজদারহাট এলাকার একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রেণে আনে। প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বেলা আড়াইটায় ১০নং সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় মো. মোস্তাকিমের তেলের ডিপোতে হঠাত্ আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনের তীব্রতায় ১২টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনটি তেলের গাড়িসহ ডিপোর সম্পূর্ণ তেল পুড়ে যায়। এতে পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আজিজ জানান। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সীতাকুণ্ডের দুইটি ও চট্টগ্রাম শহর থেকে ১০টি ইউনিটসহ ১২টি ফায়ার সার্ভিস ইউনিটের ২৫টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন আজিজ, মেম্বার মো. জাবেদসহ অন্য মেম্বার ও স্থানীয়দের নিয়ে এমপি আলহাজ্ব মো. দিদারুল আলম ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, তদন্ত কমিটি গঠন করা হয় কিভাবে আগুনের সূত্রপাত হলো তা নির্ণয় করতে।

ব্রেকিং নিউজ :
Shares