প্রতারক হেলালের বিরুদ্ধে চেকের মামলা!


rafiq প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০১৯, ০৩:১৮ / ৩১৩
প্রতারক হেলালের বিরুদ্ধে চেকের মামলা!


(নিজস্ব প্রতিবেদক);-
প্রতারণার দরুন বহুল আলোচিত চট্টগ্রাম ফিসারীঘাট এলাকার মাহমুদুন্নবী হেলাল ওরফে টাউট হেলালের বিরুদ্ধে চেক প্রতারণার দায়ে চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন ফিসারীঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহেদুল ইসলাম।আজ রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ্ মোহাম্মদ নোমানের আদালতে চেক প্রতারণার তথা চেকের অর্থ আত্মসাৎ করার দায়ে এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় প্রতারক মাহমুদুন্নবী হেলাল বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফিসারীঘাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী,জিহান-সিহান এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ জাহেদুল ইসলাম। বিজ্ঞ হাকিম বাদী জাহেদুল ইসলাম এর অভিযোগটি আমলে নিয়ে সি.আর মামলা নং-২৪৪৮/২০১৯,ধারা-এন.আই.এ্যাক্টের ১৩৮ ধারা হিসেবে অন্তর্ভুক্ত করতঃ আসামীর বিরুদ্ধে সমন ইস্যু করেন।মামলার বিবরণে জানা যায়,বহুল আলোচিত ফিসারীঘাট এলাকার প্রতারক মাহমুদুন্নবী হেলাল ওরফে টাউট হেলাল ব্যবসায়ী জাহেদুল ইসলাম এর নিকট হইতে তার ব্যবসায়ীক প্রয়োজনে নগদ টাকা হাওলাত নেন এবং এই হাওলাতি টাকা প্রদানের নিশ্চয়তা স্বরুপ বাদী জাহেদুল ইসলামকে একটি চেক প্রদান করেন।চেকটি বাদী যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করে টাকা না পেয়ে প্রতারক হেলালকে ফোন করলে সে টাকার ব্যাপারটি উল্টো অস্বীকার করে,যার ফলে বাদী এন আই এ্যাক্টের ১৩৮ ধারায় সুত্রোক্ত মামলাটি দায়ের করেন।সূত্রে আরো জানা যায়,এই প্রতারক হেলাল ফিসারীঘাটের আরো বহু মানুষের নিকট হইতে বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বর্তমানে লাপাত্তা।পাওনাদাররা তার কথিত তেলের দোকানে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।এই প্রতারকের খপ্পরে পড়ে ফিসারীঘাট এলাকার বহু ব্যবসায়ী বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন।তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান এই প্রতারকের দ্বারা সর্বশ্রান্ত হওয়া একাধিক ব্যবসায়ী।উল্লেখ্য,এই প্রতারক হেলালের বিরুদ্ধে ইতিপূর্বে বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক অন্যদিগন্ত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ সাহেদুল ইসলাম সাগর বাদী হয়ে সিএমএম আদালতে প্রতারণার মামলা দায়ের করেছেন।

ব্রেকিং নিউজ :
Shares