প্রচন্ড তাপদ্রহে মহান আল্লাহর রহমতের বৃষ্টি আরাফাত ময়দানে সস্তিহ পেল বিশ লাক হাজী সাহেবা গন।


rafiq প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০১৯, ০৫:৩৭ / ২১৭
প্রচন্ড তাপদ্রহে মহান আল্লাহর রহমতের বৃষ্টি আরাফাত ময়দানে সস্তিহ পেল বিশ লাক হাজী সাহেবা গন।

রফিক চৌধুরী বিডি সংবাদ একাত্তর  পগতকাল ছিলো পবিত্র হজ। এবার হজ মওসুমে অতিরিক্ত গরমে হজযাত্রীরা ছিলেন অতিষ্ঠ। আরাফাত দিবসে ২০ লাখের অধিক হজযাত্রীদের অনেকে যখন উত্তপ্ত ময়দানে একটু স্বস্তির জন্য হা পিত্যেস করছিলেন তখনই আকাশ কালো করে মেঘ জমে। শুরু হয় ঝড়ো হাওয়া। খানে মুষলধারে বৃষ্টি। বেলা তিনটার পর থেকে ঘণ্টা খানেক প্রবল বর্ষণ গোটা ময়দানে এনে দেয় রহমত ও স্বস্তির আবহ। ঝড়ো হাওয়ায় বেশ কিছু তাঁবু খুলে পড়লেও বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। হজযাত্রীরা সবাই নিরাপদে ওক্বুফে আরাফাহ শেষে যথাসময়ে মুজদালিফার পানে রওয়ানা হন

ব্রেকিং নিউজ :
Shares