জেদ্দাস্থ বাশঁখালী প্রবাসীর ঈদপূর্ণ মিলনী ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত।


rafiq প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০১৯, ০৮:১০ / ১২৯
জেদ্দাস্থ বাশঁখালী প্রবাসীর ঈদপূর্ণ মিলনী ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত।

রফিক চৌধুরী জেদ্দা থেকে ———-জেদ্দাস্থ বাশঁখালী প্রবাসীর ঈদপূর্ণ মিলনী ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত।

rbt

জেদ্দা বাশঁখালী সৌদি আরব প্রবাসীদের উদ্যোগ এ একটি হোটেলে বাংলাদেশ থেকে আগত গন্ডারীয়া ইউনিয়ন এর চেয়ারম্যান ও বি,এন,পি নেতা জনাব আলহাজ্ব লিয়াকত আলীর সম্মানে সম্বর্ধনা  ও নৈশভোজের আয়োজন করা হয়, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব এম,এ,হাসেম এর সভাপতিত্বে ও মৌলানা আসহাব উদ্দিন এর সন্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ থেকে আগত অতিথি বিশিষ্ট  ছাত্র নেতা গন্ডারীয়া ইউনিয়ন এর চেয়ারম্যান  জনাব আলহাজ্ব লিয়াকত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব বি এন পি র যূগ্ন সম্পাদক জনাব আজিজুল হক( বাবলু,) চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জনাব রফিক চৌধুরী,মোহাম্মদ  ফিরোজ,

rbt

উপদেষ্টা জনাব খলিলুর রহমান  সহসভাপতি মুফিজুল আলম, আব্দু রাজ্জাক,মাহমুদুল হক,
এতে আর উপস্থিত ছিলেন
গুরিয়াত বি,এন,পির সভাপতি জনাব ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস সিকদার, সাংগঠনিক  সম্পাদক কাজী জাকের,শেখ আব্দুল্লাহ আল মামুন, আবু তাহের, ইয়াছিন, আব্দু রশিদ,সোহেল আহম্মেদ, মাহবুব,হাসান সিকদার বাবর,সহ আর ও অনেকে, এসময় প্রধান অতিথি র বক্তব্যে জনাব লিয়াকত সাহেব বলেন  আজকের এখানে আপনারা প্রবাসীরা আমাকে সম্বর্ধনা প্রদান করছে এটাও শহিদ জিয়ার অবদান,তিনি যখন এদেশে এসেছে নিমগাছের প্রজেক্ট নিয়ে তাকে তার বিনিময়ে বাদশা তিনি কি চান, অপার করলে তিনি বলেন আমার দেশের ধক্ক জনশক্তি এখানে পাটাতে চাই  আপনার দেশ যেমন ডেবলাপ হবে আমার দেশের নাগরিক রাও অর্থ নিতি অর্জন করতে পারবে, কিন্তু আমি এসে আমাদের শহিদ জিয়ার নিমগাছ দেখতে পেলাম আরাফাত ময়দানে সবুজ ছায়াঁগেরা টান্ডা আবহাওয়া আমার শহিদ জিয়ার কথা মনে পড়ে যায়, কিন্তু দুঃখের বিষয়  প্রবাসী মন্ত্রনালয় বাংলাদেশ এ্যামবেসি সেভাবে প্রবাসীদের  সদয় হন না আমী আমার অনেক প্রবাসীদের কাছে শুনেছি কনসুলেট এ গেলে সেবার নামে হয়রানী করা হয়, এয়ারপোর্টে  হেরেছ করা হয়, অথচ প্রবাসীদের রেমিট্যান্স এই এসব সংস্তাহ পরিচালিত হয় দেশে অর্থনৈতিক চাংগা্ হয়, তাই প্রবাসীদের প্রতি  সুনজর দেওয়ার সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন, বিডি সংবাদ একাত্তর সাংবাদিক  রফিক চৌধুরী এক প্রশ্নের জবাব বলেন আন্দোলন চান্গাঁ করতে চাইলে নেত্রীর  মুক্তির আন্দোলন বেগবান করতে চাইলে তরুনদের হাতে নেতৃত্ব  দিতে হবে, কারন যতই তরুন ততই  রিক্স নিতে পারে, বয়স্ক হলে পৃথিবীর মায়া সন্তানের মায়া অর্থ সম্পদ এর মায়াই রাজ পথে নামতে ভয় পায় তাই ছাত্র দল গঠন হতে হবে ৩০- এর নিছে আর যূবদল হতে হবে ৪০ এর নিছে তাহলেই  রাজ পথের আন্দোলন সংগ্রাম  সফল হবে নয়তো নেত্রী কে  মুক্ত করা কটিন হয়ে দাড়াবে আমরা মুখে আন্দোলনের কথা বলি কিন্তু কর্মসূচিতে অংশ নিতে ভয় পায় সে কারণেই  যুবকের বিকল্প নেই উক্ত  অনুষ্টান  বাশ্খালি সহ চট্টগ্রাম এর বেশ কিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন  এবং  সে সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া  পরিচালনা  করেন সৌদি আরব  ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব আসহাব উদ্দিন , পরিশেষে  এম,এম,হাসেম এর সৌজন্যে  নৈশভোজের আয়োজন করা হয়  সূত্র বিডি সংবাদ একাত্তর,

ব্রেকিং নিউজ :
Shares