জলবায়ু পরিবর্তনঃ ঝুঁকিপূর্ণ ১৫ দেশের তালিকায় বাংলাদেশ!


rafiq প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০১৮, ২১:১৪ / ১২৫
জলবায়ু পরিবর্তনঃ ঝুঁকিপূর্ণ ১৫ দেশের তালিকায় বাংলাদেশ!

জলবায়ু পরিবর্তনঃ
ঝুঁকিপূর্ণ ১৫ দেশের তালিকায় বাংলাদেশ
!!জসিম মাহমুদ!!
জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিবেশ বিপর্যয় হচ্ছে তাতে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।
জার্মানির রুহর বিশ্ববিদ্যালয় বোখাম এবং ডেভেলপমেন্ট হেল্প অ্যালায়েন্স ও দেশটির একটি বেসরকারি মানবিক সংস্থা যৌথভাবে ওই গবেষণা পরিচালনা করে।
গবেষণায় ভূমিকম্প, সুনামি, হারিকেন এবং বন্যার ঝুঁকি বিশ্লেষণ করা হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোন দেশের কী পরিমাণ সামর্থ্য রয়েছে, সেটিও বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠানটি যে তালিকা প্রকাশ করেছে তাতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে সবার উপরে আছে ভানুয়াতু। আর ১৫ নম্বরে রয়েছে কিরিবাতি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। তবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, শ্রীলঙ্কা বা ভারত ওই তালিকায় নেই।

ব্রেকিং নিউজ :
Shares