জর্দা খাওয়ার বিধান কী?


rafiq প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০১৮, ১৯:১২ / ৪৩৫
জর্দা খাওয়ার বিধান কী?

অনেকে মনে করেন, এটি নেশা জাতীয় দ্রব্য যা খাওয়া হারাম। আবার কেউ বলে মাকরূহ, কেউ বলে মুবাহ। অনেক এলাকায় মনে করা হয় যে ইমাম পানের সাথে জর্দা খায় তার পিছনে ইকতিদা করা যাবে না।

আসল কথা হলো, জর্দা খাওয়া হারাম নয় এবং জর্দা খায় এমন ইমামের পিছনে ইকতিদা করাও বৈধ। এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সতুরাং পানের সাথে জর্দা খাওয়া যাবে। আর কোনো ইমাম পানের সাথে জর্দা খেলে তার পেছনে নামাজ পড়া যাবে। আবু দাউদ : ২/৫১৮, ফাতাওয়া শামি : ৬/৪৬০

তবে, পানের সাথে জর্দা বা তামাক খাওয়া ডাক্তারি মতে শারীরিক ক্ষতির কারণ। তাই যথাসম্ভব এ থেকেও বিরত থাকা উচিত। আর কারো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া নাজায়েয হবে।

উল্লেখ্য যে, যারা পান-জর্দা খায় তাদের জন্যও নামায আদায়ের পূর্বে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য। যেন পানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধও না থাকে। ফাতাওয়াল লাজনাতিদ দাইমা ১৩/৫৬; আলফাতাওয়াশ শারইয়্যাহ ১০/১৪৫; রদ্দুল মুহতার ১/৬৬১
যুবকন্ঠ২৪ডটকম/মাহমুদ

ব্রেকিং নিউজ :
Shares