করোনা ভাইরাসের সাথে সাথে ভয়ংকর রূপ নিয়েছে প্রবাসে হৃদ রোগের ও।


rafiq প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২০, ১৬:০৮ / ২৭২
করোনা ভাইরাসের সাথে সাথে ভয়ংকর রূপ নিয়েছে প্রবাসে হৃদ রোগের ও।

হাজী বোরহান উদ্দিন হাওলাদার————– করোনা ভাইরাসের সাথে সাথে ভয়ংকর রূপ নিয়েছে প্রবাসে হৃদ রোগের ও।

বিশ্ব কাঁপানো করোনারভাইরাসের চেয়ে ভয়ংকর রূপ নিয়েছে সৌদি আরবে হৃদরোগে প্রতিদিন প্রবাসীদের প্রাণ কেড়ে নেয়া। এ পর্যন্ত প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে মারা গেছে ৭জন আর মানসিক চাপে, হার্ট অ্যাটাকে ঘুমন্ত অবস্থায় মারা গেছে ৩৫জন। প্রবাসীদের অনেকেই বলছেন, “করোনায় মরবোনা, আমরা মারা যাবো অবরুদ্ধ ও গৃহবন্দী থেকে মানসিক চিন্তা, অভাব, অর্থ সংকটে ও না খেয়ে।” প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে প্রবাসী এ রেমিটেন্স যোদ্ধারা।গত৩০/০৩/২০২০ কুমিল্লা মোজাফফরগঞ্জে নিবাসী জনাব শহীদ হার্ট অ্যাটাকে মারা যান। ফ্লাইট বন্ধ ও কারফিউ থাকার কারনে মৃতদেহ দেশেও পাঠানো যাচ্ছেনা। সীমিত পরিসরে তাদেরকে স্থানীয় ভাবে দাফন কার্যক্রম সমাপ্ত করা হয়। বিশেষজ্ঞদের ধারণা কর্মহীন অবরুদ্ধ জিবন মানষিক ও দেশে থাকা আপনজনদের চিন্তা ভাবনায় মৃতের হার বেড়ে গেছে বলে ধারনা করা হয়।

সেই সাথে এই পযন্ত দেশটিতে  করোনা ভাইরাসের আক্রান্ত  হয়ে মারা গেছে ৪৪ জন গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৫জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩২৮৭ জন। আজকে মারা। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫১জন, সর্বমোট সুস্থ হয়েছেন ৬৬৬জন। খবরটি নিশ্চিত করেছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ব্রেকিং নিউজ :
Shares