দেশে বিদেশে ক্রিড়া ও সাংস্কৃতিক মহলে এক উজ্জ্বল নক্ষত্র আজিজুল হক মিলন।


rafiq প্রকাশের সময় : জুন ২০, ২০২১, ০৯:০০ / ২২৭
দেশে বিদেশে ক্রিড়া ও সাংস্কৃতিক মহলে এক উজ্জ্বল নক্ষত্র আজিজুল হক মিলন।

দেশে বিদেশে ক্রিড়া ও সাংস্কৃতিক মহলে এক উজ্জ্বল নক্ষত্র আজিজুল হক মিলন।


বিডি সংবাদ একাত্তর ডেস্ক মিলনকে চেনে না খুলনার ক্রীড়া জগতে এমন কেউ নেই,সব খেলাধুলায় পারদর্শী।যেমন ক্রিকেট,তেমন ফুটবল,হকি,হ্যান্ড বল,বাস্কেট বল,ওয়াটার পোলো,বর্ষা নিক্ষেপ, তেমন ভলিবল।মিলন এর সুন্দর ক্রীড়ানৈপুন্যের কারনে এক সময় ওর নৌবাহিনীতে ডাক পড়ে,শুধু তাই নয় মিলন নৌবাহিনীর জাতীয় ভলিবল দলের অপরিহার্য্য খেলোয়াড় হয়ে যায়,ভলিবলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে দেশের বাহিরে অনেক বার খেলতে গিয়েছে। কিন্তু মারাত্নক উচ্চাভিলাষী মিলনের ও চাকুরী বেশীদিন ভাল লাগেনি বলে ও বিদেশ চলে যায়,ওর আরো একটা সখ ছিলো মিউজিক করা।ও ছেলেবেলায় পপ তারকা ফেরদৌস ওয়াহিদের মারাত্নক ভক্ত ছিল।পপ তারকা ফেরদৌস ওয়াহিদকে নিয়ে দুই বার কনসার্ট করিয়েছে। বিদেশ যেয়ে ও চাকুরীর পাশাপাশি মিউজিক কে ধরে রাখার জন্য সৌদি আরবে বসেই বাংলা সংগীতের সন্মান অক্ষুণ্ণ রাখার জন্য দল গঠন করলো নাম দিল “শুভেচ্ছা ব্যান্ড”। যে দলের সুনাম এখন এশিয়া, ইউরোপ,আমেরিকা, কামাডা জোড়া।বাংলাদেশের অনেক নামী শিল্পীরা যেমন হানিফ সংকেত,রবি চৌধুরী, বেবি নাজনীন,বাদশা বুলবুল,আবদুল জব্বার, এস,আই,টুটুল,বিডি আইডল বৃষ্টি, আক্কাস দেওয়ান,কাজী শুভ,চাইম ব্যান্ড এর খালিদ ছাড়াও আরও অনেকে ওর আমন্ত্রনে জেদ্দাতে কনসার্ট করতে গিয়েছে। শেষে মিলনের বন্ধুত্বের নমুনার একটা কথা লিখি,মিলন সৌদি গেলে ও স্কুল জীবনের বন্ধুদের কখনো ভোলে নাই,দেশে আসলে সবার সাথে যোগাযোগ করা, সুখ দুঃখের কথা বলা,আড্ডা মারা এটা ছিল ওর কমন কাজ।এবার সব বন্ধুকে করোনার মহামামীর ভিতর এক করে প্রতিদিন গ্রুপ চ্যাটে কথা বলার জন্য গ্রুপ তৈরী করলো,নাম দিল “স্টারস্কুল ৮৪ব্যাচ”।প্রতিদিন ৮৪ এর বন্ধুরা ভিডিও চ্যাট করে কুশল বিনিময় করতো।যার সম্পূর্ণ কৃতিত্ব ছিল মিলনের। ধন্যবাদ বন্ধু মিলন তুমি আমাদের সবার ভালোবাসার মাঝে বেচে থাকো অনন্ত কাল।আর বাকি জীবনে সবাইকে এ ভাবে এক সাথে নিয়ে এগিয়ে যাও এই দোয়া রইলো।

ব্রেকিং নিউজ :
Shares