৭ মার্চের আলোচনা সভায় বক্তারা- বঙ্গবন্ধুর ভরাট কন্ঠের আহ্বানে জাতি সেদিন যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।


rafiq প্রকাশের সময় : মার্চ ৮, ২০১৯, ০৮:২০ / ২৭৯
৭ মার্চের আলোচনা সভায় বক্তারা- বঙ্গবন্ধুর ভরাট কন্ঠের আহ্বানে জাতি সেদিন যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

হাজি জসীম উদ্দিন  ৭ মার্চের আলোচনা সভায় বক্তারা-
বঙ্গবন্ধুর ভরাট কন্ঠের আহ্বানে জাতি সেদিন যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল
—————————————————————-

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব- এর উদ্যোগে ক্লাব কার্যালয়ে ৭মার্চ ২০১৯ বৃহস্পতিবার বিকেল ৫ঘটিকায় এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন-১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ মিনিটের এক জাদুকরি ভাষনে বাঙ্গালি জাতিকে স্বপ্নে বিভোর করেছিলেন বঙ্গবন্ধু। এরপরই সশস্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

চকবাজারটুয়েন্টিফোর ডটকম সম্পাদক এস.ডি জীবনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন।

আলোচনায় অংশ নেন-
১/তরুন বিশ্বাস অরুন, সাবেক ষ্টাফ রিপোর্টার; দৈনিক রুপালী
২/এম এইচ সোহেল, সম্পাদক; অভিযাত্রী
৩/ওয়াহেদ হাসান, ষ্টাফ রিপোর্টার; সিটিজিবিডি নিউজ ডটকম
৪/খালেদ মাহমুদ চৌধুরী টুটুল, সিনিয়র সহ-সভাপতি; চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ
৫/মিঠুন দাশ, সমন্বয়কারী কর্মকর্তা; সামসুন্নাহার হারুন পলিটেকনিক ইনষ্টিটিউট
৬/কাজী জাহাঙ্গীর আলম, সম্পাদক; অনলাইন দৈনিক আমার বাংলা
৭/ নুর হোসাইন, স্টাফ রিপোর্টার; সিটিজিবিডি নিউজ
৮/হাসান বিন ফারুক, স্টাফ রিপোর্টার; সিটিজিবিডি নিউজ
৯/এম এ হানিফ আরজু, স্টাফ রিপোর্টার; সিটিজিবিডি নিউজ
১০/খায়রুল আলম, সহযোগী সম্পাদক; অভিযাত্রী
১২/এইচ এম ইব্রাহীম, সম্পাদক; মানবাধিকার নিউজ
প্রমুখ।

ব্রেকিং নিউজ :
Shares