১৪তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহত্তর নোয়াখালী সমিতির মিলন মেলা।


rafiq প্রকাশের সময় : মার্চ ১, ২০২০, ০৪:৫৯ / ২৫৫
১৪তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহত্তর নোয়াখালী সমিতির মিলন মেলা।

রফিক চৌধুরী বিডি সংবাদ ৭১ জেদ্দায় সামাজিক সংগঠন গুলোর মধ্যে বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির যথেষ্ট সুনাম রয়েছে, স্বদেশ ও প্রবাসে সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন করছে, বিশেষ করে দুঃস্থ অসহায় চিকিৎসা ও আর্থিক ভাবে সহযোগিতার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে আর তারই ধারাবাহিকতায় বৃহত্তর নোয়াখালী প্রবাসি কল্যাণ সমিতি ১৪তম বর্ষপূর্তি ।  উপলক্ষে দিনব্যাপী  অনুশ্টানের  আয়োজন করে 

সৌদি আরবের জেদ্দার বাঙালি কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে ও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী প্রবাসি কল্যাণ সমিতি।

গত ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার জেদ্দার একটি পিকনিক পার্কে প্রতি বছরের মতো এবারও সমিতির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ উৎসব ও আলোচনা সভার আয়োজন করে।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী  মোহাম্মদ আক্কাস মিয়াঁ, সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ ফিরোজ এবং মোহাম্মদ শাহজাহান এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এ,কে,এম শাহজাহান সীরাজী,

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সমিতির প্রধান পৃষ্টপোষক আল আলহাজ্ব  আব্দুর রহমান, আবদুল আব্দুল মান্নান, উপদেষ্টা সি আই পি, নুর মোহাম্মদ ভুঁইয়া, উপদেষ্টা অয়াজিউল্লাহ্‌ খন্দকার আবদুল মাহবুদ, রৌশন জামিল শিপু,সাইফুল ইসলাম বাবুল, মনির পাটোয়ারী, আবুল খায়ের মামুনুল ইসলাম, জাকির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ খুরশিদ আলম, মহাম্মদ শাহ্‌বুদ্দিন, ইসমাইল আজাদ স্বপন, গাজী সাহেদ, আকরামুল হকসহ কনস্যুলেটের কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাস জীবনের কর্মব্যস্ততার মধ্যে পরিবার ও স্বজনদের নিয়ে দিনব্যাপী এই আনন্দ উৎসবে নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে জমজমাট রূপ ধারণ করে উৎসবটি। ছিল বিভিন্ন খেলাধুলা, আকর্ষণীয় পুরস্কার। ও আপ্যায়ন পরিশেষে   জেদ্দার স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এর মধ্যে দিয়ে  উক্ত সম্মেলন সমাপ্তি হয়

ব্রেকিং নিউজ :
Shares