স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা এখন দলীয়করণে আক্রান্তঃ মতিউর রহমান চৌধুরী


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০১৯, ০৪:৩১ / ২৬২
স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা এখন দলীয়করণে আক্রান্তঃ মতিউর রহমান চৌধুরী

।জসিম মাহমুদঃ————————————-দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ‘স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা এখন দলীয়করণে আক্রান্ত হয়েছে। গণমাধ্যমের ভেতরও রাজনৈতিক রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। যেকোনো জাতীয় ইস্যুতে সাংবাদিকদের যেখানে ঐক্যবদ্ধ থাকার কথা, কিন্তু আজ তা দেখা যাচ্ছে না। সুবিধা, চাপ, ভয়সহ নানা কৌশলের মধ্যে তা বন্দী হয়ে রয়েছে।’

রবিবার ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে। কিন্তু, নির্বাচনকালীন এই অবস্থায় আমাদের গণমাধ্যমগুলোর ভূমিকা একেবারেই অপ্রত্যাশিত। তারপরও কিছু কিছু সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠতার চর্চা অব্যাহত থাকলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা অনুপস্থিত, বলে মনে করেন মতিউর রহমান চৌধুরী।
এর কারণ হিসেবে সাংবাদিকতার ক্ষেত্রে ‘সেলফ সেন্সরশিপ’ কে দায়ী করে তিনি বলেন, ‘অন্যদেরকে দায়ী করার আগে নিজেদের দায়টাও এড়ানো যায় না। এখন গণমাধ্যমে যারা কাজ করছেন, অনেক ক্ষেত্রে তারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে, এই খবরটি প্রচার করা হবে, অন্যটি নয়। অপরদিকে, উপর মহল থেকেও নানা ধরণের চাপ আসে।’

নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের মোটর সাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না, একইসাথে একাধিক মিডিয়ার সাংবাদিক একই ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না, নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা এ ধরণের নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যে নীতিমালা বেধে দিয়েছে, মিলিটারি শাসকেরাও এমনটি করেননি। এতে ডেমোক্রেটিক কোনো চিন্তাধারার প্রকাশ দেখছি না। আমি মনে করি,এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার প্রতি এক ধরনের আঘাত করা হয়েছে। ভবিষ্যতে আমরা ভালো শাসনের দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে না।

ব্রেকিং নিউজ :
Shares