সৌদীআরব বি,এন,পি,র বিশেষ “সংকলন” প্রকাশ এর  অগ্রগতি নিয়ে  পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৯, ০৬:২৮ / ৩১১
সৌদীআরব বি,এন,পি,র বিশেষ “সংকলন” প্রকাশ এর  অগ্রগতি নিয়ে  পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

রফিক চৌধুরী জেদ্দা থেকে–  

rbt

সৌদীআরব বি,এন,পি,র বিশেষ “সংকলন”প্রকাশ এর  অগ্রগতি নিয়ে উক্ত সংকলন প্রকাশনার       আহ্বায়ক  কমিটির আয়োজনে  জেদ্দায় কেন্দ্রীয় কার্যলয়ে বিশেষ  পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ।

“সংকলন ” এর  প্রধান সম্পাদক   জনাব ইন্জিনিয়ার নুরুল আমিন সাহেব,  এর সভাপতিত্বে ও জনাব শাহ আলম মোরশেদ, এর সঞ্চালনায়  এতে বিশেষ অতিথি হিসাবে    উপস্থিত ছিলেন টিপু সুলতান, রওশন জামিল শিপু, নুরুল আফসার ও আনোয়ার জাহিদ।

উক্ত পর্যালোচনা  সভায় সার্বিক বিষয় নিয়ে     আলোচনা করেন ———আমিনুলইসলাম, ,রফিক চৌধুরী, শাহ জালাল ইমন, নজরুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন, প্রমূখ।

উক্ত সভায়  সম্মানিত সম্পাদক ও আজকের সভার সভাপতি জনাব ইন্জিনিয়ার নুরুল আমিন  সাহেব জানান ,এখানে তিনি  সবাইকে নিয়ে এই কাজ টা সুন্দর   করে সম্পূর্ন   করতে  চান। এই জন্য যাকে যে দায়িত্ব দেওয়া হবে সবাই যেন আন্তরিকতার সহিত  সম্পুর্ণ করেন, তিনি বলেন জীবনে তার বেশি কিছু চাওয়া পাওয়া  নাই, বর্তমান পেক্ষিত কে সামনে রেখেই এই উদ্যোগ কেননা অনেকে এখন সৌদিআরব ছেড়ে চলে যাচ্ছে যারা সোদি আরবে দলের জন্য শ্রম দিয়েছেন   তাদের  কে স্মরনীয় করে রাখার জন্যই এই প্রয়াশ,

তিনি সৌদীআরব বি,এন,পির প্রধান উপদেষ্টা, জনাব আলহাজ্জ্ব আব্দুরহমান, সাহেব, সভাপতি  জনাব আহম্মদআলিমুকিব, সাহেব ও সাধারণ সম্পাদক জনাব মনি রুজ্জামান তপন  সাহেব  সহ সকল নেতৃবৃন্দের সহযোগিতা ও পরামর্শেের আলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন।  বিশেষ অতিথি জনাব টিপু সুলতান বলেন যে যেভাবে পারি লেখা গুলো সংগ্রহ করে যথা সময়ে জমা করে দেওয়া, সে সাথে,  জনাব আনোয়ার জাহিদ, ও রওশন জামিল ও একমত প্রকাশ করেন ।এবং যারা আজকে আসতে পারেনি তাদের সাথেও সমন্বয়                                 রেখে দ্রুত এই কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার   সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।   এবং সে সাথে যে কেউ  লেখা পাটাতে পারেন।  প্রবন্ধ ছোট উপন্যাস  কৌতুক ,চড়াঁ ছোট গল্প, ভ্রমণ কাহিনি  জিয়া ও জিয়া পরিবার নিয়ে,         বিশেষ করে মহান মুক্তিযোদ্ধা  ও ২৬ শে মার্চ  বিষয়ীক সংক্রান্ত লেখা পাটাতে পারেন সটিক ও তথ্য ভিত্তিক এবং কোন প্রকার কপিরাইট যেন না হয় সেদিকে লেখক দের সতর্ক থাকার আহবান জানানো হয় উক্ত সভা,  —-এবং ২৫ শে ফেব্রুয়ারির মধ্যেই পাটাতে হবে —————————————-এই ঠিকানায়—————————— bsc.Jeddah 11@gmai.Com  phone–   0554692935——————————–probashimojumder@gmail.com —————amin.Jeddah@yaho.Com ————————rafiqchy10@gmail.com—————————-

এছাড়াও যেকোন বিষয়ে জানতে ফোন করুন।—————————————————————ইন্জিনিয়ার নুরুলআমি, —-050768 9060—— শাহ আলম মোরশেদ ——-050 7536747———টিপু ৷সুলতান—————–0501814878———  রওশন জামিল শিপু,  ———-0534804886-আমিনুল ইসলাম————- 050 9624806——-আলাউদ্দিন    Ctg———— 050 905 3857——শেখ মোস্তাক আহম্মদ——-   053 340 0144—-রফিক চৌধুরী   —————–0547988500——-নুরুল আবছার চৌধুরী-(মক্কা) 505 7050102 —মোমেন (মদিনা)—————-056 077 9963——

প্লিজ -নিউজ টি সেয়ার করুন——————–

 

 

ব্রেকিং নিউজ :
Shares