সৌদি আরব জেদ্দায় বাংলাদেশীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


rafiq প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২০, ১৮:২৩ / ২২৪
সৌদি আরব জেদ্দায় বাংলাদেশীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজী বোরহান উদ্দিন হাওলাদার——-বিডি সংবাদ একাত্তর  সৌদি আরব জেদ্দায় বাংলাদেশীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার সৌদি আরব জেদ্দায় বোগদাদীয়া এলাকায় বাংলাদেশীদের নিয়ে এক কোরআন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন,আল বালাদ গাইডেন সেন্টার কোরআন বিভাগের সদস্য জনাব,রুহুল কুদ্দুস মামুন।প্রধান অথিতি ছিলেন জনাব,মাওলানা রফিক উদ্দিন।বিশেষ অথিতি ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী জনাব,নুরুল আমিন।অনুষ্ঠানটি পরিচালনা করেন,সাহারা টেলিভিশনে ডিরেক্টর জনাব,আবদুস সাওার।

প্রধান অথিতির বক্তব্যে জনাব,রফিক উদ্দিন বলেন,কোরাতেলাওয়াতের পাশাপাশি অর্থ সহ কোরআন শিখতে হবে।বিশেষ,অথিতির বক্তব্যে জনাব,নুরুল আমিন বলেন,কোরানের ছায়া তলে এসে আমারা আমাদের জীবন কে সুন্দর করে সাজাতে হবে।এতে প্রতিযোগিদের মাজে আরও উপস্থিত ছিলেন।জনাব,আবুল কালাম,জনাব,তাফাজ্জল (তপু )জনাব,আশ্রাফ,জনাব,আমিনুল.জনাব,সাকিব,জনাব,সোহাগ,জনাব,বিপ্লব ও জনাব,সুজন।পরিশেষে পুরুস্কার বিতরণ ও আপ্যায়নে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।#

ব্রেকিং নিউজ :
Shares