সৌদি আরবে ওমরাহ হজ্বে আসা আটককৃত ৫৭ হজ্ব যাত্রীর মানবেতর জীবন- যাপন করছে-


rafiq প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২০, ০৩:২৫ / ২২৯
সৌদি আরবে ওমরাহ হজ্বে আসা আটককৃত ৫৭ হজ্ব যাত্রীর মানবেতর জীবন- যাপন করছে-

মাইন উদ্দিন শাহীন সৌদি আরব  প্রতিনিধি———  সৌদি আরবে ওমরাই আসা আটককৃত ৫৭ হজ্ব যাত্রীর মানবেতর জীবন- যাপন করছে————

বিভিন্ন সূত্রে জানা যায় গত ফেব্রুয়ারী শেষ লগ্নে ৫৭ জন ওমরা হজ্ব যাত্রী বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সে সৌদি আরবে এসে, করোনা পরিস্হিতি ফ্লাইটের বিরম্ভনার স্বীকার হয়ে ওরা আটকিয়ে যায়, এখন ৫৭ জন ওমরা হজ্ব যাত্রী জেদ্দাসহ বিভিন্ন জাগায় অবস্হান করছেন। এতে করে তাদের থাকা খাওয়া নিয়ে চরম দূর্ভোগে ভূগছে,এদের মধ্যে প্রায়ই শত বয়সই ২/৩ জনসহ সবাই প্রায়ই বয়সক। এর মধ্যে উল্লেখযোগ্যঃকুমিল্লা জেলার দেবিদ্বার থেকে ২২ জনের একটি কাফেলা যদি ও এরা গত ১৪ মার্চ সৌদি এয়ারলাইন্সে sv802 ফিরতি ফ্লাইটি ছিল, এদের কে শরীকা মক্কা থেকে ১০মার্চ জানানো হয় ১৪ তারিখের ফ্লাইটি ১৫ মার্চ সৌদির সময় ৩ঃ৩০ মিনিট জেদ্দা থেকে বাংলাদশের উদ্দেশ্য ছেড়ে যাবে, সেই অনুযায়ী ওমরা যাত্রীরা জেদ্দা এয়ারপোর্টে যথা সময় উপস্হিত হয়ে মালা মাল বুকিং দিতে ভিতরে প্রবেশ করে জানাতে পারে অনির্বায কারনে ফ্লাইট বাতিল হয়। এর পর যদি ও বাংলাদেশ বিমান একটি ফ্লাইট হলে ও টিকিট সংকলনে কারনে এদের ভাগ্য ফ্লাইট জুটেনি। এর পর থেকে আর কোন ফ্লাইট না থাকায় তারা বিভিন্ন স্থানে আটকে যায়। ওজারাতুল হজ্ব কোম্পানি থাকার জন্য হোটেল ব্যাবস্থা করলেও তাদের অনেকটা কষ্টের মাঝেই সেখানে থাকতে হচ্ছে, ২২জন কে ৪টি রুম দেয়া হলে ও নাই কোন খাওয়া দাওয়ার সু – ব্যবস্হা। এই বিযয় হজ্ব কাফেলার মোয়াল্লিম মাওলানা মাইনুদ্দীন সরকার জানান তিনি হজ্ব বিষয় কর্মকর্তা সহ উর্ধ্বতন পর্য্যায় যোগা যোগ করলে ও তেমন কোন প্রতিকার তিনি পাইনি। এ বিষয় ভোক্ত ভোগী হজ্ব যাত্রী বাবুল মিয়া জানান, তিনি ৩ বছরের শিশু সন্তান রেখে স্বামী -স্ত্রী ওমরাহ পালন করতে আসেন এখন দেশে ৩ বছরের শিশু সন্তানের চিন্তায় আর করোনা প্রকোপে অনিশ্চয়তা জীবন – যাপন করছেন বলে জানান, প্রায়ই শত বয়সই হজ্ব যাত্রী জারু মিয়া জানান, আমি জমি বিক্রি করে নির্দিষ্ট পরিমান টাকা নিয়ে এসেছি, ফেরার পথে ফ্লাইটটি বাতিল হওয়ায় খাবার সহ নানা সমস্যায় জর্জরিত আছি এবং সাথে কোন টাকা পয়সা না থাকায় অনেকটা মানবেতর জীবনযাপন করছি । একই বয়সের হজ্বযাত্রী বাদশা মিয়া মোল্লা জানান, তিনি বয়স্ক মানুষ, শারিরীক ভাবে অসুস্থ ও থাকা,খাওয়া ও চিকিৎসার অভাবে অনেক কষ্ট হচ্ছে।আরেক বৃদ্ধা যাত্রী আয়ফুলের নেসা তিনি জানান, সে ও হাই পেশারের রোগী সাথে কোন টাকা পয়সা ও নেই,ফলে দূর্চিন্ত গ্রস্হ ভোগছেন। এই ধরনের আটকিয়ে পরা ওমরা হজ্ব যাত্রী অন্যান্য দেশের সরকার তাদের ওমরাহ হজ্বযাত্রীদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেলে ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ না থাকায় তাদের পড়তে হয়েছে নানা বিপাকে।এমতাবস্থায় তারা জরুরী ভিত্তিতে মানবিক দিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছে। যাতে অতিদ্রুত সময় তাদের কে নিজ গন্তব্যে পৌছানোর ব্যাবস্থা করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী দৃষ্টি কামনা করছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য
মাইনুদ্দিন,বাংলাদশী মোয়াল্লিম – 0576104596

ব্রেকিং নিউজ :
Shares