সুবিধা বঞ্চিত অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পটিয়া প্রবাসী ক্লাব এর নবযাত্রা —


rafiq প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২১, ২১:১৬ / ৪১৫
সুবিধা বঞ্চিত অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পটিয়া প্রবাসী ক্লাব এর নবযাত্রা —

সুবিধা বঞ্চিত অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে পটিয়া প্রবাসী ক্লাব এর নবযাত্রা ——————-
বিডি সংবাদ ৭১ প্রবাসী ডেস্ক  ঃগত শুক্রবার ১২ই মার্চ সকাল থেকেই সাজঁ সাজঁ রব একঝাঁক নবীন প্রবীণদের পদ চারণায় মুখর ছিল পটিয়া প্রবাসী  ক্লাব এর অস্থায়ী কার্যালয়। পবিত্র খতমে কুরআন ও মোনাজাত এর মধ্যে দিয়ে ক্লাব এর পক্ষ থেকে

সংগঠনের প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী মোঃ আব্দুল আজিজ, ওমান প্রবাসী শহিদুল ইসলাম ফরিদ ও জিয়া উদ্দিন সাইফুল ইসলাম তারা প্রবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ভোদন ঘোষণা করেন।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
যাদের অক্লান্ত পরিশ্রমে আজ পটিয়া প্রবাসী ক্লাব গঠিত হলো তারা হলেন
প্রধান উদ্দ্যোক্তা যথাক্রমে
মো: আব্দুল আজিজ (দুবাই আল আইন)
মো: শহিদুল ইসলাম ফরিদ (ওমান)
মো: জিয়াউদ্দীন সাইফুল (ওমান)
এ ছাড়াও পটিয়া প্রবাসী ক্লাবের সার্বিক সহযোগিতা ও ক্লাবকে দক্ষ্য সংগঠন ও শক্তিশালী করতে সাথে রয়েছেন ৷ তরুণ উদ্বিপ্ত একঝাঁক সৎ ও নিষ্ঠাবান সুদক্ষ্য পটিয়া প্রবাসী ক্লাব এর সহযোদ্ধা দূত।
যথাক্রমে জিয়াউল হক- আইয়ুব আলী,আলহাজ্ব মোহাম্মদ রফিকুল হক চৌধুরী,শফিকুল ইসলাম,
ইয়াছিন পারভেজ, মফিজুল আলম,
রিয়াদ হোসেন রিমন,ইউনুছ সিকদার,জুলকারনাইন চৌধুরী,
দিদারুল আলম,এম এ মন্জু,ফারুক রেজা,এস এম ফোরকান-এম এ লতিফ -ইমরান উদ্দিন -হেলাল উদ্দিন -ফারভেজ উদ্দীন-নাঈম উদ্দীন- আব্দুর রহমান- শওকত আলী- আবু তৈয়ব প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রবাসী ক্লাব এর সকল সদস্যদের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শান্তির হাট জামে মসজিদ এর মাননীয় মুহতারম খতিব সাহেব।
উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন দেশে অবস্হানরত পটিয়া প্রবাসী ক্লাব এর দূত ও সম্মানিত প্রতিনিধি ও ভিআইপি সদস্য বৃন্দ এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্তার মেম্বার জাহাঙ্গীর মেম্বার, মফিজুল আলম,
বক্তব্য রাখেন, রফিক হাজী মো: ইদ্রিস মো: মাহবুবুল আলম মো: শওকত মো: মিজবাহ মো: আব্দুল আজিজ মো: দিদারুল আলম মো: হেলাল মো: আলী আজগর মো: রায়হান খান মিঠু এবং আরো মান্যগন্য ও সামাজিক ব্যক্তিবর্গ উদ্দ্যোক্তা প্রতিনিধি ও ভিআইপি সদস্য বৃন্দ। তারা বলেন
পটিয়া প্রবাসী ক্লাব একটি অরাজনৈতিক ও মানব সেবামূলক সামাজিক সংগঠন, পটিয়া প্রবাসী ক্লাবের মূল লক্ষ্য এবং উদ্দ্যোশ্য পটিয়ার সুবিধা বঞ্চিত অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো।
প্রধান উদ্দ্যোক্তা যথাক্রমে
মো: আব্দুল আজিজ (দুবাই আল আইন)
মো: শহিদুল ইসলাম ফরিদ (ওমান)
মো: জিয়াউদ্দীন সাইফুল (ওমান) বলেন
“অসহায় প্রবাসী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ”Our main goal and objective is to stand by the helpless expatriates and disadvantaged people. ” এই শ্লোগান কে সামনে রেখে
পটিয়া প্রবাসী ক্লাব গঠন করি এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনে ই একমাত্র লক্ষ্য সূত্র বিডি সংবাদ একাত্তর,

নিউজ টি সেয়ার করুন।

ব্রেকিং নিউজ :
Shares