সীতাকুণ্ডা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” অনুষ্ঠিত হলো কয়েকটি স্কুল ভিত্তিক আবৃতি প্রতিযোগিতা।


rafiq প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০১৯, ২০:৩৯ / ২২০
সীতাকুণ্ডা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” অনুষ্ঠিত হলো কয়েকটি স্কুল ভিত্তিক আবৃতি প্রতিযোগিতা।

রফিক চৌধুরী বিশেষ সংবাদ সীতাকুণ্ডা উপজেলা কেশবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে” অনুষ্ঠিত হলো কয়েকটি স্কুল ভিত্তিক আবৃতি প্রতিযোগিতা।

১০/১১/১০১৯ রোজ বৃহস্পতিবার কবি’র আলপনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. শামীম হোসেন এর উদ্যাগে চট্টগ্রাম নগরীর সীতাকুণ্ডা উপজেলা কেশবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে” অনুষ্ঠিত হলো কয়েকটি স্কুল ভিত্তিক আবৃতি প্রতিযোগিতা।সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরকারি বেসরকারি বেশ কয়েকটি স্কুল শিক্ষার্থীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের সংগ্রামী কবিরত্ন রোকসানা সুখী, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মামুনুর রশিদ সহ বেশ কিছু গন্যমান্য কবি- সাহিত্যিক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অব: অধ্যাপিকা ফেরদৌস আরা আলিম। আবৃত্তি অনুষ্ঠানে সেরা শিক্ষার্থীদের বিজয়ী মেডেল, বই ও শিক্ষাসমগ্রী।
এবং সেরা কবি- সাহিত্যিক- স্কুল, ও শিক্ষক সম্মাননা প্রদান করেন। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় দুই বাংলার সাহিত্যবন্ধনের রোকসানা সুখী সম্পাদিত ‘সাহিত্যবন্ধন মাসিক সাময়িকী’টি।

ব্রেকিং নিউজ :
Shares