সংসদ অধিবেশন প্রত্যাখান করে, বিএনপির মানববন্ধন


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০১৯, ০৩:৩৫ / ৮২৮
সংসদ অধিবেশন প্রত্যাখান করে,  বিএনপির মানববন্ধন

বিশেষ সংবাদ দাতা একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচি আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে। বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আধা ঘণ্টা আগে থেকেই প্রেসক্লাবের সামনের ফুটপাতে এসে জড়ো হন নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আজকের কর্মসূচির বিষয়টি জানান। এ সময় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে এই মানববন্ধন করা হবে।’ রিজভী বলেন, ‘এই কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে কাল (আজ বুধবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হবে।’ তিনি আরও বলেন, ‘এই সংসদ ইতিহাসের ম্যান্ডেটবিহীন ক্ষমতালোভীদের সম্মিলন হিসেবে বিবেচিত হবে সব জায়গায়।’

বেলা ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে এসে যোগ দেন। এখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হয়। নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা পান মাত্র আটটি আসন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। তারা নির্বাচন বাতিল ও নতুন করে ভোট গ্রহণের দাবি জানায়। ঐক্যফ্রন্ট ও বিএনপির আট বিজয়ী প্রার্থী এখনো শপথ নেননি। নির্বাচিত অন্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন এবং মন্ত্রিসভাও গঠন করা হয়েছে। আর আজ বেলা তিনটায় বসছে সংসদের প্রথম অধিবেশন

ব্রেকিং নিউজ :
Shares