শ্রীমঙ্গলে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে সরকারের নির্দেশনা মেনে।


rafiq প্রকাশের সময় : মে ১০, ২০২০, ১৫:১০ / ৩১৮
শ্রীমঙ্গলে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে সরকারের নির্দেশনা মেনে।

 

শামিম আহমেদ স্টাফ রিপোর্টাার =========   শ্রীমঙ্গলে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে সরকারের নির্দেশনা মেনে

শ্রীমঙ্গলে সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে (১০মে) রবিবার থেকে নিজ উদ্যোগে সব ধরনের দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।
সারাদেশে সামাজিক দুরত্ব বজায় রেখে শর্ত সাপেক্ষে শপিং মল সহ সব ধরনের দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে।

৯ই মে শনিবার বেলা ১২টায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাথে জরুরী বৈঠক বসেন উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। এছাড়াও বৈঠকে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা, ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা মোঃ আছকির মিয়া, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া, সহ সভাপতি শামীম আহমেদ, কাদির খান, সাধারন সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক ফারুক মিয়া, কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চু, জাকির মিয়া, মোঃ জসিম উদ্দিন পলাশ, প্রমুখ।

বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল দোকান পাট খোলা রাখা যাবে এবং স্বাস্থ্যবিধির উপরে দেয়া সরকারের সকল নির্দেশনা মেনে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে হবে।

ব্রেকিং নিউজ :
Shares