শহিদ জিয়ার ৮৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে, দোয়া মাহফিল ও ৪১ বিশিষ্ট জাতীয়তাবাদী ফেনী জেলা ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা।


rafiq প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২০, ১০:০৩ / ২৯১
শহিদ জিয়ার ৮৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে, দোয়া মাহফিল ও ৪১ বিশিষ্ট জাতীয়তাবাদী ফেনী জেলা ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা।

রফিক চৌধুরী জেদ্দা ফেনী জেলা জাতিয়তাবাদী ফোরাম আয়োজিত শহিদ জিয়ার ৮৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  এবং ৪১ বিশিষ্ট জাতীয়তাবাদী ফেনী জেলা ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষনা। 

বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা জাতিয়তাবাদী ফোরাম এর কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুশ্ঠিত হয়।
ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের আহব্বায়ক জনাব শাহজাহান এর সভাপতিত্বে ও মোরশেদ আলম এর সন্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

সৌদি আরব বি এন পি র প্রধান উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ্ব আব্দুরহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দীয় বি এন পি র মহিলা বিষয়ক সম্পাদক জনবা এডভোকেট সাহানা আক্তার শানু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সৌদি আরব বি এন পি র সাধারণ সম্পাদক জনাব মীর মনিরুজ্জামান তপন, সৌদি আরব বি,এন,পির সহসভাপতি জনাব কেফায়েত উল্লাহ চৌধুরী, সি,আই,পি, ইসমাইল আজাদ স্বপন  মহানগর বি এন পির সদস্য সচিব  মোহাম্মদ আলী, সৌদি আরব কেন্দ্রীয় যূবদলের আহ্বায়ক জনাব আব্দুল মান্নান, যূগ্ন আহ্বায়ক,বাহার উদ্দিন বাদল, চট্গ্রাম ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, নোয়াখালীর ফোরামের সভাপতি জনাব  রওশন জামিল শিপু, ও ওমর ফারুক খন্দকার।
বক্তব্য রাখেন আনোয়ার হোসেন রাজু, আলমামুন শিপন,  নুরুল আবসার, ঠিপু সুলতান, সোহাগ মজুমদার, মকবুল মৃধা, ওমর মানিক, শাহজালাল ইমন, আব্দুল ওহিদ,মোহাম্মদ  ইয়াছিন,আব্দুল কাইয়ুম, শেখ আব্দুল্লাহ আল মামুন, মুমিন ফেনী,
তওহিদুল হাছান,আলবী, ওমর ফারুক,  সাইফুল ইসলাম কিরন,সোলেমান ভুট্টো মোহাম্মদ নাসির, নজরুল ইসলাম,  সহ আরও অনেকে 
, প্রধান বক্তা মিসেস এডভোকেট শাহানা আক্তার শানু বলেন এখানে যারা টাকার অভাবে  “একামা” বানাতে পারে না  তাদের যেন ফেনী ফোরাম সহ সকল নেতৃবৃন্দের প্রতি আহবান তারা এইসব ভাইদের পাশে দাড়ান। আপনাদের ফোরাম মানবতার কল্যাণ কাজ করবেন এটাই আমার প্রত্যাশা, সে সাথে আমি স্বরন করছি আজকের প্রধান অতিথি ও জাতীয়তাবাদী  ফোরামের রুপকার জনাব আলহাজ্ব আব্দুরহমান সাহেব কে  তিনি  আলহাজ্ব আব্দুরহমান সাহেব কে ধন্যবাদ জানিয়ে বলেন  আপনি উক্ত ফোরামের অভিভাবক হিসাবে তাদের পাশে থাকবেন আশাকরি। এবং  আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন বিজয় আমাদে হবেই।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব আব্দুরহমান সাহেব বলেন,শহিদ জিয়াউর রহমান পাক ভারত যূদ্বেের একজন চৌকস সেনা হিসাবে পরিচিত লাভ করেছিলেন, পরবর্তীতে  সাড়সাত কোটি মানুষের অভিবাক হয়ে ২৫শে মার্চে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে  স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে নিজের জীবনের বাজী রেখে রক্তক্কয় যূদ্বের মাধ্যমে  দেশকে পাকা হানাদার বাহিনি মুক্ত করে একটি  স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, ৭৫ এর পর মাত্র ৫ বছরে  ব্যার্থ রাস্ট্র থেকে একটি সনির্ভর দেশ গড়ে তুলে ছিলেন , তিনি শিক্ষা ব্যাবস্তা চালু করেন একটি বাড়ী একটি খামার  প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভুমিকা রেখে ছিলেন,  তিনি আর বলেন পুরো ঢাকা শহরে খলিফা পট্টি করে দিয়েছিল সে খলিফা পট্টি থেকে আজ শত শত গার্মেন্টস শিল্পর মাধ্যমে  দেশকে রপ্তানি মুখি করেছে, মধ্যপ্রাচ্যে জনশক্তি  প্রেরন করে দেশের অর্থনীতী চাংগা করেছে। দারিদ্র্য পরিবার গুলোতে সচ্ছলতা পিরে এসেছে, আমার  সৌদি আরবে ফোরাম  গঠনের মাধ্যমে  বি এন পি কে আরও শক্তি শালী করেছে, সেই শহিদ জিয়ার সৈনিক আপনারা হতাশ হবেন না আপনাদের বিজয় আসবেই।  বিশেষ অতিথির বক্তব্যে জনাব কেফায়েত উল্লাহ চৌধুরী সি,আই পি বলেন, ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা সেই ফেনী ফোরাম এর অতিথি হতে পেরে নিজেকে ধন্য মরে করছি এবং  এই জাতীয়তাবাদী ফোরামের রুপকার জনাব আলহাজ্ব আব্দুরহমান সাহেব কে  আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি,
পরিশেষে  মোহাম্মদ শাহজাহান কে  আহব্বায়ক বাহার উদ্দিন বাদল কে যূগ্ন আহব্বায়ক ও মোরশেদ আলম কে সদস্য সচিব করে  ৪১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী  ফেনী জেলা ফোরামের  আহব্বায়ক  কমিটি ঘোষনা করা হয়। পরিশেষে শহিদ জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বি এন পি র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

ব্রেকিং নিউজ :
Shares